WBPSC মিসলেনিয়াস নিয়োগ 2023 | WBPSC Miscellaneous Recruitment 2023: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে অবশেষে প্রকাশ করা হল মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফাইনাল সাবমিট করার পর আবেদনকারীরা আর কোনো রকম ‘এডিট উইন্ডো’ পাবেন না, তাই সচেতন হয়ে ফর্ম ফিলাপ করতে হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
WBPSC মিসলেনিয়াস নিয়োগ 2023 | WBPSC Miscellaneous Recruitment 2023
WBPSC মিসলেনিয়াস নিয়োগ 2023 পদ
পদ |
---|
Assistant Child Development Project Officer |
Disaster Management Officer/Block Disaster Management Officer |
Block Youth Officer/Municipal Youth Officer/Borough Youth Officer |
Block Welfare Officer/Welfare Officer |
Inspector, Backward Classes Welfare |
Assistant Agricultural Marketing Officer (Administrative) |
Assistant Programme Officer |
Controller of Correctional Services |
Inspector of Agricultural Income Tax |
Consumer Welfare Officer |
Savings Development Officer |
Posts in West Bengal Subordinate Labour Service |
Auditor of Co-operative Societies |
Assistant Auditor, Board of Revenue |
Extension Officer, Mass Education Extension |
Lady Extension Officer, Mass Education Extension |
Assistant Controller of Correctional Services |
Investigating Inspector |
Revenue Inspector |
সহ আরও কয়েকটি শূন্যপদ, যা পরবর্তীকালে কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে মাস এডুকেশন দফতরের Lady Extension Officer পদে কেবলমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করবে।
WBPSC Miscellaneous Recruitment 2023 শূন্যপদ
শূন্যপদের সংখ্যা এখনও জানানো হয়নি কমিশনের তরফে।
WBPSC মিসলেনিয়াস নিয়োগ 2023 যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের,
1. ভারতীয় নাগরিক হতে হবে।
2.যে কোন বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকতে হবে।
3. বাংলা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে।
WBPSC Miscellaneous Recruitment 2023 বয়সসীমা
আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে 20 থেকে 39 বছরের মধ্যে। অর্থাৎ আবেদনকারীদের জন্ম হতে হবে 02/01/1984 থেকে 01/01/2003 এর মধ্যে। তবে, সংরক্ষিত প্রার্থীদের জন্য অবশ্য বয়সের ছাড় দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী।
WBPSC মিসলেনিয়াস নিয়োগ 2023 মাসিক বেতন
উপরে উল্লেখিত 1 থেকে 11 নং পোস্টের জন্য স্কেল 10 অনুসারে 32100 – 82900 টাকা মাসিক বেতন দেওয়া হবে। অন্যদিকে 12 থেকে 19 নং পোস্টের জন্য স্কেল 10 অনুসারে 28900 – 74500 টাকা মাসিক বেতন দেওয়া হবে।
WBPSC Miscellaneous Recruitment 2023 নিয়োগ পদ্ধতি
তিনটি ধাপে পরীক্ষা নিয়ে এখানে নিয়োগ করা হবে প্রার্থীদের।
(1) প্রিলিমিনারি পরীক্ষা (অবজেক্টিভ টাইপ)
(2) ফাইনাল পরীক্ষা (লিখিত)
(3) পার্সোনালিটি টেস্ট
WBPSC মিসলেনিয়াস নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। আবেদন করার জন্যে https://wbpsc.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। এরপর নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য দিয়ে, আবেদনপত্রের ফর্মটি সাবমিট করে দিতে হবে।
- আরও পড়ুন: অষ্টম শ্রেণী পাশে কলকাতা পুলিশে ড্রাইভার নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি
- আরও পড়ুন: কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ
WBPSC Miscellaneous Recruitment 2023 আবেদন মূল্য
এখানে কেবলমাত্র জেনারেল, OBC, EWS প্রার্থীদের জন্য 160 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
WBPSC মিসলেনিয়াস নিয়োগ 2023 পরীক্ষাকেন্দ্র
এখানে যেসব পরীক্ষা কেন্দ্র গুলি রয়েছে, সেগুলি হল:
পরীক্ষাকেন্দ্র | সংখ্যা |
---|---|
কলকাতা | ১১ |
বারুইপুর | ১২ |
ডায়মন্ড হারবার | ১৩ |
ব্যারাকপুর | ১৪ |
বারাসাত | ১৫ |
হাওড়া | ১৬ |
চিনসুরাহ | ১৭ |
বর্ধমান | ১৮ |
দুর্গাপুর | ১৯ |
মেদিনীপুর | ২০ |
তমলুক | ২১ |
বাঁকুড়া | ২২ |
পুরুলিয়া | ২৩ |
ঝাড়গ্রাম | ২৪ |
সুরি | ২৫ |
কৃষ্ণনগর | ২৬ |
বেরহামপুর | ২৭ |
মালদা | ২৮ |
বালুরঘাট | ২৯ |
রায়গঞ্জ | ৩০ |
জলপাইগুড়ি | ৩১ |
আলিপুরদুয়ার | ৩২ |
কোচবিহার | ৩৩ |
শিলিগুড়ি | ৩৪ |
কালিম্পং | ৩৫ |
দার্জিলিং | ৩৬ |
WBPSC Miscellaneous Recruitment 2023 গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদন শুরু: 05/10/2023
- আবেদন শেষ: 02/11/2023
- আবেদন মূল্য জমা করার শেষ দিন: 02/11/2023 তারিখের দুপুর 3 টে পর্যন্ত।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here