রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি | WB Health And Family Welfare Recruitment: রাজ্যের কালিম্পং জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে এখানের ব্লাড ব্যাঙ্কে। রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি | WB Health And Family Welfare Recruitment
পদ | শূন্যপদ | যোগ্যতা | বেতনক্রম |
---|---|---|---|
ল্যাবরেটরি টেকনিশিয়ান / Laboratory Technician | 3 | সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাসের সাথে DMLT কোর্স এবং 6 মাসের কাজের অভিজ্ঞতা সহ, কম্পিউটার দক্ষতা। | ১৭,২০০ টাকা মাসিক বেতন |
টেকনিক্যাল সুপারভাইজার / VBD Technical Supervisor | 1 | সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাসের সাথে DMLT কোর্স এবং 6 মাসের কাজের অভিজ্ঞতা সহ, কম্পিউটার দক্ষতা। | ১৭,২০০ টাকা মাসিক বেতন |
কাউন্সেলর / Counsellor | 1 | Social work/ Sociology / Psychology নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন পাস এবং কম্পিউটার স্কিল সহ, 1 বছরের কাজের অভিজ্ঞতা। | ১৩,৫৬০ টাকা মাসিক বেতন |
রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি | WB Health And Family Welfare Recruitment
রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি নিয়োগ পদ্ধতি
লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ করা হবে।
WB Health And Family Welfare Recruitment আবেদন পদ্ধতি
এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন। নোটিশের 4 নং পাতাতে আবেদনপত্রটি রয়েছে।
আবেদন পত্রের ফর্মটি প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। পরের ধাপে নিজেদের প্রয়োজনীয় নথি, ছবি এবং সাইন সংযুক্ত করে একটি পিডিএফ বানাতে হবে। ওই পিডিএফ টি নীচের মেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
ইমেল আইডি
- আরও পড়ুন: কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ
রাজ্যে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরি আবেদনের সময়সীমা
12/10/ 2023 তারিখ, এখানে আবেদন করার শেষ দিন।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
আবেদন করার ফর্ম: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here