রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ | Rupashree Scheme Recruitment 2023: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণ দিনাজপুর জেলাতে রূপশ্রী প্রকল্পে কাজ করার জন্য দুটি শূন্যপদে গ্রুপ-সি কর্মী নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ | Rupashree Scheme Recruitment 2023
পদের নাম | ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Manager (গ্রুপ-সি) |
---|---|
শূন্যপদ | ২ টি শূন্যপদ |
যোগ্যতা | গ্র্যাজুয়েশন পাস, কম্পিউটারে দক্ষ, 30 wpm টাইপিং স্পিড, 1 বছরের কাজের অভিজ্ঞতা |
বয়সসীমা | 18 থেকে 40 বছর |
মাসিক বেতন | 11,000 টাকা |
নিয়োগ প্রক্রিয়া | লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ |
নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা | 1 বছর |
আবেদন পদ্ধতি | অনলাইন ওয়েবসাইট: https://recruitmentdd.in |
আবেদনের সময়সীমা | আবেদন শেষ দিন 05/10/2023 তারিখ |
রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ | Rupashree Scheme Recruitment 2023
রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ পদ
ডাটা এন্ট্রি অপারেটর / Data Entry Manager (গ্রুপ-সি)
Rupashree Scheme Recruitment 2023 শূন্যপদ
এখানে মোট 2 টি শূন্যপদ রয়েছে।
রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ যোগ্যতা
প্রার্থীদের অবশ্যই দক্ষিণ দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকলেই এখানে আবেদন করা যাবে। সাথে কম্পিউটারে দক্ষ হতে হবে এবং 30 wpm টাইপিং স্পিড থাকতে হবে। পাশাপাশি 1 বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়েছে।
Rupashree Scheme Recruitment 2023 বয়সসীমা
18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়স অবধি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ মাসিক বেতন
প্রতি মাসে 11,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।
Rupashree Scheme Recruitment 2023 নিয়োগ প্রক্রিয়া
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।
রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগের সময়সীমা
1 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে প্রার্থীকে।
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মৎস্য দপ্তরে কর্মী নিয়োগ
Rupashree Scheme Recruitment 2023 আবেদন পদ্ধতি
এখানে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের। এর জন্য “https://recruitmentdd.in” ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করবেন। এর পরে আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। এর পরে ফর্মটি সাবমিট করে দিতে হবে।
রাজ্যে রুপশ্রী প্রকল্পে গ্রুপ-সি কর্মী নিয়োগ আবেদনের সময়সীমা
এখানে আবেদন পাঠাবার শেষ দিন 05/10/2023 তারিখ।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here