ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ভিসা সমস্যায় বাংলাদেশের সিনেমা হাতছাড়া দর্শনার

ভিসা সমস্যায় বাংলাদেশের সিনেমা হাতছাড়া দর্শনার
ভিসা সমস্যায় বাংলাদেশের সিনেমা হাতছাড়া দর্শনার

চলতি মাসেই শুটিং শুরু হওয়ার কথা ছিল ‘লিপস্টিক’ ছবিটির। কিন্তু শোনা যাচ্ছে, সিনেমার শুটিং শুরুর আগেই বদলে গিয়েছে নায়িকা। দর্শনার পরিবর্তে নায়িকার চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘যুগান্তর’-এ এই খবর নিশ্চিত করেছেন ছবির গল্পকার আব্দুল্লাহ জহির বাবু।

বাংলাদেশের সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘দর্শনার সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসার জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভাল করবে বলে আশা করছি। এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করবেন আদর।’ রবিবার এই ছবির চুক্তিতে সই করেন পূজা। তবে এই মুহূর্তে এই ছবি প্রসঙ্গে কোনও কথা বলতেই রাজি নন নায়িকা।

দর্শনা বলেন, ‘আমার সঙ্গে প্রথমে কথা হয়েছিল ঠিকই। তবে চুক্তিতে কোনও সই করিনি। তার পর তাঁদের তরফে কেউ যোগাযোগও করেননি। সেটা ভিসার জন্য না অন্য কোনও কারণে তা সঠিক ভাবে বলতে পারব না। আমার আর ওই সিনেমা সম্পর্কে কোনও ধারণা নেই।’ দর্শনা এই মুহূর্তে অন্য একটি ছবিতে অভিনয় করছেন। তবে তা সম্পর্কে কোনও কথা বলতেই রাজি নন তিনি। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই আবারও শাকিবের সঙ্গে জুটিতে দেখা যাবে দর্শনাকে।

Leave a Reply