বিগত বেশ কিছু মাস ধরে তাঁর পারিবারিক জীবন নিয়ে চলছে জোর আলোচনা। না, তাঁকে ঘিরে নয়, বরং তাঁর ভাই রাজীব সেনকে নিয়েই হচ্ছে আলোচনা। আতসকাচে রাজীব ও তাঁর স্ত্রী চারু আসোপার বিয়ে ও বিচ্ছেদ। কিছু দিন আগেই রাজীব জানিয়েছিলেন, চারুর সঙ্গে বিচ্ছেদ হয়ে গিয়েছে তাঁর।
চারুর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। পোস্ট করে লিখেছেনম “এক সেলফি তোলা তো দরকার’। আর নেটিজেনদের একটা বড় অংশের প্রশ্ন সেখানেই। তাঁদের অভিযোগ, হাতে কাজ নেই, সে কারণেই নাকি বিয়ে-বিচ্ছেদ নিয়ে পাব্লিসিটি স্টান্ট করছেন রাজীব। আদপে নাকি বিচ্ছেদ হয়নি তাঁদের।
রাজীব বলেন, “বিদায় বলে কিছু হয় না। দুটো মানুষ একসঙ্গে থাকতে পারলাম না। কিন্তু ভালবাসা থেকে যাবে। আমাদের সন্তানের কাছে সারা জীবন আমরা বাবা-মা হয়ে রয়ে যাব।” তাই নেতিবাচক মন্তব্য যেমন এসেছে একই সঙ্গে এসেছে ইতিবাচক মন্তব্যও। অনেকেই বলছেন, “বিচ্ছেদ হয়েছে বলেই যে দুজনের মধ্যে তিক্ততা বজায় রাখতে হবে এমনটা তো নয়, হতে পারে সন্তানের কারণেই একসঙ্গে হয়েছেন তাঁরা।” তাঁদের বিচ্ছেদ নিয়ে হয়েছে অনেক জলঘোলা। রাজীবের উপর শারীরিক নির্যাতনেরও অভিযোগ এনেছিলেন চারু। এক সাক্ষাত্কারে চারু মুখ খুলেছিলেন রাজীবকে নিয়ে। পরকীয়ার অভিযোগ আনেন। এখানেই শেষ নয়, রাজীবও চারুর প্রথম বিয়ে করে বসেন বিতর্কিত মন্তব্য। সম্পর্ক ঠিক করার তাগিদও নিয়েছিলেন দু’জনে। কিন্তু ঠিক হয়নি। বিচ্ছেদ হয়েই যায়। এরপর সম্পর্ক কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।