ভারতীয় রেল একটি বিপুল কর্মসংস্থানের জায়গা। সম্প্রতি পশ্চিম মধ্য রেল বিভাগের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, মাসিক বেতন ও আবেদনের বয়সসীমা ইত্যাদি বিভিন্ন তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- Assistant Loco Pilotমোট শূন্যপদ- ২৭৯ টি। (UR – ১৯৩ টি, SC – ৪০ টি, ST – ২২ টি, OBC – ২৪ টি।)শিক্ষাগত যোগ্যতা- স্বীকৃত যেকোন প্রতিষ্ঠান থেকে Fitter/ Electrician/ Instrument Mechanic/ Maintenance Mechanic/ Electronics Mechanic/ Wireman ইত্যাদি ট্রেডে ITI পাশ অথবা Diploma in Mechanical/ Electrical/ Electronics/ Automobile Engineering বিষয়ে পূর্ণ সময়ের ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- কেন্দ্রীয় সরকারের বেতন কমিশনের লেভেল ৭ অনুযায়ী ১৯,৯০০ টাকা।বয়সসীমা- উক্ত পদে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪২ বছরের মধ্যে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে ৪৭ বছরের মধ্যে। অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে।আবেদন পদ্ধতি- ভারতীয় রেলের অধিকাংশ নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হয় অনলাইন পদ্ধতিতে। এক্ষেত্রেও রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.wcr.indianrailways.gov.in -এ গিয়ে সম্পূর্ণ আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের Path – Abouts → Recruitment → Railway Recruitment Cell → GDCE Notification No. 02/2023 বিকল্পটি বেছে নিতে হবে চাকরিরপ্রার্থীদের। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি থাকা বাধ্যতামূলক।
আবেদনের শেষ তারিখ- ৩০ জুন, ২০২৩