ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

গাছ হেলে পড়ায় সমস্যা এলাকায়

গাছ হেলে পড়ায় সমস্যা এলাকায়
গাছ হেলে পড়ায় সমস্যা এলাকায়
Rate this post

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের এমএএমসি টাউনশিপে মডার্ন হাইস্কুল সংলগ্ন এলাকার ঘটনা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সরকারি কলেজের কাছ থেকে জহরলাল নেহেরু রোড থেকে বেরিয়ে এমএএমসি টাউনশিপের ভিতর দিয়ে গিয়েছে লেনিন সরণী। সেই সড়কের সংস্কার ও সম্প্রসারণের কাজ শুরু হয়েছে কিছুদিন আগে। কাজ করছে এডিডিএ। অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার আগাম কোনও ব্যবস্থা না নিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি করায় রাস্তার ধারের গাছগুলি ‘সাপোর্ট’ হারিয়ে হেলে পড়ছে।

মডার্ন স্কুলের প্রিন্সিপ্যাল তরুণ ভট্টাচার্য বলেন, ”বাচ্চারা স্কুলে আসা-যাওয়ার পথে যদি বিপদ ঘটে যায় তার দায় কে নেবে? তাছাড়া সাধারণ মানুষেরও বিপদ হতে পারে। আরও সতর্ক হয়ে কাজ করা উচিত।” এডিডিএ’র তরফে এ’বিষয়ে খোঁজ খবর করে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।

Leave a Reply