ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | Coal India Recruitment 2023

Coal India Recruitment 2023
Coal India Recruitment 2023
Rate this post

কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | Coal India Recruitment 2023: কোল ইন্ডিয়া লিমিটেডে (CIL) ম্যানেজমেন্ট ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে। মোট 3 টি ডিসিপ্লিনে নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | Coal India Recruitment 2023

পদের নামম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainee
শূন্যপদ560 টি (351 টি Mining, 37 টি Geology, 172 টি Civil)
যোগ্যতাগ্র্যাজুয়েশন এবং গেট 2023 পাস প্রার্থীদের আবেদন যোগ্য
বয়সসীমাসর্বোচ্চ 30 বছর, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের ছাড় সরকারি নিয়ম অনুযায়ী
মাসিক বেতন50,000 – 1,60,000 টাকা
নিয়োগ পদ্ধতিগেট 2023 পরীক্ষার নম্বরের ভিত্তিতে
আবেদন পদ্ধতিঅনলাইনে অবশ্যই আবেদন করতে হবে
আবেদন মূল্যGENERAL (UR) / OBC / EWS প্রার্থীদের 1180 টাকা
আবেদন সময়সীমাআবেদন শুরু – 13/09/2023
আবেদন শেষ – 12/10/2023

কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ | Coal India Recruitment 2023

কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ পদ

ম্যানেজমেন্ট ট্রেনি / Management Trainee, এখানে তিন ধরণের ডিসিপ্লিন রয়েছে, যেগুলো হল: Mining, Geology, Civil।

Coal India Recruitment 2023 শূন্যপদ

Mining এ 351, Geology এ 37, Civil এ 172 টি শূন্যপদ রয়েছে। মোট শূন্যপদের সংখ্যা 560 টি।

কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ যোগ্যতা

সংশ্লিষ্ট বিষয় নিয়ে গ্র্যাজুয়েশন এবং গেট 2023 পাশ করে থাকতে হবে।

Coal India Recruitment 2023 বয়সসীমা

সর্বোচ্চ 30 বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন যোগ্য। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ মাসিক বেতন

নির্বাচিত প্রার্থীদের 50,000 – 1, 60,000 টাকা বেতন দেওয়া হবে।

Coal India Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

গেট 2023 পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে।

কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি

অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীদের www.coalindia.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নীচের ধাপগুলি সম্পন্ন করতে হবে: Career with CIL>Jobs at Coal India section, তারপর নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে ফর্মটি সাবমিট করতে হবে। সাথে দিতে হবে আবেদন মূল্য।

Coal India Recruitment 2023 আবেদন মূল্য

GENERAL (UR) / OBC / EWS প্রার্থীদের 1180 টাকা আবেদন মূল্য বাবদ দিতে হবে।

কোল ইন্ডিয়ায় কর্মী নিয়োগ আবেদনের সময়সীমা

  • আবেদন শুরু হয়েছে- 13/09/2023
  • আবেদন শেষ হবে- 12/10/2023

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply