ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

কলকাতায় জাহাজ নির্মাণ কারখানায় অ্যাপ্রেন্টিস নিয়োগ | Garden Reach Shipbuilders And Engineers Ltd Recruitment 2023

Garden Reach Shipbuilders And Engineers Ltd Recruitment 2023
Garden Reach Shipbuilders And Engineers Ltd Recruitment 2023
Rate this post

কলকাতায় জাহাজ নির্মাণ কারখানায় অ্যাপ্রেন্টিস নিয়োগ | Garden Reach Shipbuilders And Engineers Ltd Recruitment 2023: চাকরিপ্রার্থীদের জন্য ফের এক নতুন নিয়োগের সুখবর। Garden Reach Shipbuilders & Engineers Ltd (GRSE Ltd) তে শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে মোট ২৪৬ টি শূন্যপদ রয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সকল যোগ্য চাকরি প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

কলকাতায় জাহাজ নির্মাণ কারখানায় অ্যাপ্রেন্টিস নিয়োগ | Garden Reach Shipbuilders And Engineers Ltd Recruitment 2023

নিয়োগকারী সংস্থাGarden Reach Shipbuilders & Engineers Ltd (GRSE Ltd)
মোট শূন্যপদ২৪৬ টি
আবেদন মাধ্যমঅনলাইনে
আবেদন শেষ২৯.১০.২০২৩
অফিসিয়াল ওয়েবসাইটwww.grse.in

কলকাতায় জাহাজ নির্মাণ কারখানায় অ্যাপ্রেন্টিস নিয়োগ | Garden Reach Shipbuilders And Engineers Ltd Recruitment 2023

Trade Apprentice (Fresher)

পদFitter, Welder (Gas & Electric), Electrician, Pipe Fitter, Machinist
মোট শূন্যপদের সংখ্যা৪০
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে নূন্যতম মাধ্যমিক পাস
বয়স সীমা১৪ থেকে ২০ বছর (সংরক্ষিত বিভাগে বয়সে ছাড়)
বেতন৬,০০০/- টাকা প্রথম বছর, ৬,৬০০/- টাকা দ্বিতীয় বছর
ট্রেনিং-এর স্থানকলকাতা
ট্রেনিং পিরিয়ড১২ মাস

Trade Apprentice (Ex-ITI)

পদট্রেডে নির্দিষ্ট, বিজ্ঞপ্তিটি দেখুন
মোট শূন্যপদের সংখ্যা১৩৪
শিক্ষাগত যোগ্যতাযেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Engineering / Technology তে Diploma করা, NCVT দ্বারা স্বীকৃত National Trade Certificate (NTC) থাকতে হবে
বয়স সীমা১৪ থেকে ২৫ বছর (সংরক্ষিত বিভাগে বয়সে ছাড়)
বেতন৭,০০০/- টাকা অথবা ৭,৭০০/- টাকা
ট্রেনিং-এর স্থানকলকাতা
ট্রেনিং পিরিয়ড১২ মাস

Graduate Apprentice

পদMechanical, Electrical, Computer Science & Information Technology, Civil
মোট শূন্যপদের সংখ্যা২৫
শিক্ষাগত যোগ্যতাআবেদনকারী যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Engineering / Technology তে ডিগ্রি করা
বয়স সীমা১৪ থেকে ২৬ বছর (সংরক্ষিত বিভাগে বয়সে ছাড়)
বেতন১৫,০০০/- টাকা
ট্রেনিং-এর স্থানকলকাতা
ট্রেনিং পিরিয়ড১২ মাস

Technician Apprentice

পদEngineering, Mechanical, Electrical, Electronics & Telecommunication, Civil
মোট শূন্যপদের সংখ্যা৪৭
শিক্ষাগত যোগ্যতাআবেদনকারী যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Engineering এ Diploma করা
বয়স সীমা১৪ থেকে ২৬ বছর (সংরক্ষিত বিভাগে বয়সে ছাড়)
বেতন১৫,০০০/- টাকা
ট্রেনিং-এর স্থানকলকাতা বা রাঁচি
ট্রেনিং পিরিয়ড১২ মাস

GRSE Ltd Recruitment 2023 কি ভাবে আবেদন করবেন?

  • ইচ্ছুক প্রার্থীর সম্পূর্ন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
  • আবেদন করার জন্য নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে।
  • এরপর অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে হবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে।

Garden Reach Shipbuilders And Engineers Ltd Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

একাডেমিক মার্কস এর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে যোগ্য প্রার্থীদের ট্রেনিং এর জন্য বাছাই করে নেওয়া হবে।

GRSE Ltd Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

আবেদন শুরু৩০.০৯.২০২৩
আবেদন শেষ২৯.১০.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তিDownload PDF
আবেদন লিঙ্কApply Now
অফিসিয়াল ওয়েবসাইটwww.grse.in

Leave a Reply