ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদে চাকরি – Central Bank of India Recruitment 2023

Central Bank of India Recruitment 2023
Central Bank of India Recruitment 2023

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদে চাকরি – Central Bank of India Recruitment 2023: সম্প্রতি সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজারিয়াল পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই অনলাইনে আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। আর রেজিস্ট্রেশনের শেষ তারিখ আগামী ১৫ মার্চ, ২০২৩। সে ক্ষেত্রে প্রার্থীরা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল সাইটে centralbankofindia.co.in গিয়ে আবেদন করতে পারেন। প্রার্থী নিয়োগ করার জন্য পরীক্ষা নেওয়া হবে মার্চ অথবা এপ্রিল মাসে। আবেদন সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ

প্রতিষ্ঠানের তরফে মোট ১৪৭টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

সিএম – আইটি (টেকনিক্যাল): ১৩টি পদ

এসএম – আইটি (টেকনিক্যাল): ৩৬টি পদ

এমএএন – আইটি (টেকনিক্যাল): ৭৫টি পদ

এএম – আইটি (টেকনিক্যাল): ১২টি পদ

সিএম (ফাংশনাল): ৫টি পদ

এসএম (ফাংশনাল): ৬টি পদ

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বিভিন্ন পদে চাকরি – Central Bank of India Recruitment 2023

সংস্থাসেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
পদের নামম্যানেজারিয়াল
শূন্যপদের সংখ্যা১৪৭
কাজের স্থানমুম্বই
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ১৫.০৩.২০২৩

শিক্ষাগত যোগ্যতা

যে-সব প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে চান, তাঁদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি থাকা আবশ্যক।

প্রার্থী নির্বাচন প্রক্রিয়া

ব্যাঙ্কের নির্ধারণ করা পদ্ধতিতে প্রার্থী নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। এর মধ্যে থাকতে পারে অন-লাইন লিখিত পরীক্ষা অথবা কোডিং পরীক্ষা অথবা পার্সোনাল ইন্টারভিউ প্রভৃতি। শর্টলিস্ট করা প্রার্থীদের একটি ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

আবেদন ফি

সমস্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ১৮ শতাংশ জিএসটি-সহ ১০০০ টাকা ধার্য করা হয়েছে। তবে তফসিলি জাতি, তফসিলি উপজাতি, পিডব্লিউবিডি এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি মকুব করা হয়েছে।

আবেদন পদ্ধতি

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান-সহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি পড়ুন:

Leave a Reply