ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ডিআরডিও Apprentice নিয়োগ 2023 – DRDO Apprentice Recruitment 2023

DRDO Apprentice Recruitment 2023
DRDO Apprentice Recruitment 2023
Rate this post

ডিআরডিও Apprentice নিয়োগ 2023 – DRDO Apprentice Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন পক্ষ থেকে Graduate Apprentice Traineers, Diploma Apprentice সহ আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ১৫০ টি শূন্যপদ রয়েছে। আগ্ৰহী প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। DRDO Apprentice Recruitment 2023 তে প্রার্থীরা কি ভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

ডিআরডিও Apprentice নিয়োগ 2023 – DRDO Apprentice Recruitment 2023

নিয়োগ সংস্থাDefence Research & Development Organization (DRDO)
পদের নামGraduate Apprentice Traineers, Diploma Apprentice
মোট শূন্যপদ১৫০ টি
বেতন (₹)
চাকরির ধরনশিক্ষানবিশ
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটhttp://www.drdo.gov.in

DRDO-তে শিক্ষানবিশ নিয়োগ ২০২৩ – DRDO Apprentice Recruitment 2023

পদের নাম (Post Name)

DRDO Apprentice Recruitment 2023 তে প্রার্থীদের যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

  • Graduate Apprentice Traineers
  • Diploma Apprentice
  • ITI Apprentice Traineers
  • Non Engineering

মোট শূন্যপদ (DRDO Apprentice Vacancy 2023)

DRDO Apprentice Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ১৫০ টি শূন্যপদ রয়েছে। সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

পদের নামমোট শূন্যপদ
Graduate Apprentice Traineers৭৫ টি
Diploma Apprentice২০ টি
ITI Apprentice Traineers২৫ টি
Non Engineering৩০ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

DRDO Apprentice Recruitment 2023 তে Graduate Apprentice Traineers পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্ৰাজুয়েশন পাশ সহ B.E/B.Tech পাশ করে থাকতে হবে। Diploma Apprentice পদে আবেদন করা Engineering -এ ডিপ্লোমা করে থাকতে হবে। ITI Apprentice Traineers পদে আবেদন করা জন্য প্রার্থীদের ITI পাশ করে থাকতে হবে।

বয়সসীমা (Age Limit)

ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অর্গানাইজেশন পদে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ১৮ বছর বয়সে থেকে ২৭ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি (DRDO Apprentice Recruitment 2023 Apply Online)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রার্থীরা প্রথমে http://www.drdo.gov.in ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করুন। প্রার্থীরা যখন রেজিস্ট্রেশন করবেন তখন অবশ্যই বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় তথ্য স্ক্যান করে আপলোড করবেন।

আবেদন মূল্য (Application Fee)

DRDO Apprentice Recruitment 2023 তে প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ (DRDO Apprentice Recruitment 2023 Last Date)

DRDO Apprentice Recruitment 2023 তে আবেদন করা শেষ তারিখ হলো ১৩.০৩.২০২৩।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০২.২০২৩
আবেদন শুরু২৫.০২.২০২৩
আবেদন শেষ১৩.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Important Links)

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিঙ্ক: Apply Here

Leave a Reply