[ad_1]
নিজস্ব প্রতিবেদন : জনসংখ্যার নিরিখে বিশ্বের অন্যতম দেশ হিসাবে পরিচিতি লাভ করেছে ভারত। ভারতের কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করে থাকার কারণে ভারতীয় রেল পরিষেবাকে গণপরিবহনের মেরুদন্ড বলা হয়ে থাকে। তবে শুধু ভারত নয়, বিশ্বের অধিকাংশ দেশেই গণমাধ্যমের মেরুদন্ড হলো রেল পরিষেবা। পাশাপাশি এটাও ঠিক যে, এখনো বিশ্বের বেশ কয়েকটি দেশ রয়েছে যেখানে এখনো পর্যন্ত চালু হয়নি কোনো রকম রেল পরিষেবা।
অ্যান্ডোরা : জনসংখ্যার নিরিখে এই দেশটি বিশ্বের ১১ তম ক্ষুদ্র দেশ এবং আয়তনের নিরিখে ১৬ তম। এই দেশে কোনদিনই রেল নেটওয়ার্ক ছিল না এবং এখনো পর্যন্ত নেই। এই দেশের নিকটতম রেলওয়ে স্টেশন হলো ফ্রান্স। দেশের নাগরিকদের ট্রেন ধরার জন্য বাসে করে ফ্রান্স যেতে হয়।
ভুটান : দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম দেশ হলো ভুটান। এই দেশে আগে কোনদিন রেল নেটওয়ার্ক ছিল না এবং এখনো নেই। যদিও ভারতীয় রেলের সঙ্গে পরিকল্পনা করে ভুটানের দক্ষিণাঞ্চলে রেল পরিষেবা চালু করার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সাইপ্রাস : একসময় এই দেশে রেল নেটওয়ার্ক থাকলেও বর্তমানে কোন রকম রেল নেটওয়ার্ক নেই সাইপ্রাসে। এই দেশে ১৯০৫ সাল থেকে ১৯৫১ সাল পর্যন্ত সময়কালে ট্রেন চলেছে। যেখানে এই রেল নেটওয়ার্ক ছিল সেখানে ৭৬ মাইলের মধ্যে ট্রেন যাতায়াত করতো এবং ৩৯ টি স্টেশনে স্টপেজ দিত। তবে এরপর এই রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এবং আর চালু হয়নি।
পূর্ব তিমোর : দক্ষিণ-পূর্ব এশিয়ার পূর্ব তিমোর বা তিমোর লেস্তের যোগাযোগ ব্যবস্থা সত্যি বলতে খুবই খারাপ। এখানে কোন রেল নেটওয়ার্ক নেই। এখানকার যোগাযোগ ব্যবস্থা বলতে একমাত্র সড়ক পথ। তবে সড়ক পথের অবস্থাও এই দেশে খুব খারাপ।
কুয়েত : কুয়েত এমন একটি দেশ যেখানে তৈল ভান্ডার ভরপুর। তবে এমন একটি দেশেও রেল নেটওয়ার্ক নেই। যদিও বর্তমানে রেল নেটওয়ার্ক বসানোর জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে। এখানে একটি ১২০০ মাইলের রেল নেটওয়ার্ক তৈরি হবে, যেখানে এই উপসাগরীয় রেলওয়ে নেটওয়ার্কের উপর দিয়ে কুয়েত সিটি এবং ওমানের মধ্যে ট্রেন চলাচল করবে।
[ad_2]