ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

Manohar Parrikar Institute for Defence Studies and Analyses Recruitment 2022 – এম-আইডিএস-তে সিনিয়র ও রিসার্চ ফেলো পদে নিয়োগ বিস্তারিত জানুন

Manohar Parrikar Institute for Defence Studies and Analyses Recruitment 2022
Manohar Parrikar Institute for Defence Studies and Analyses Recruitment 2022
Rate this post

[ad_1]

Manohar Parrikar Institute for Defence Studies and Analyses Recruitment 2022 – এম-আইডিএস-তে সিনিয়র ও রিসার্চ ফেলো পদে নিয়োগ বিস্তারিত জানুন

মনোহর পারিক্কর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালিসিসে সিনিয়র ফেলো, রিসার্চ ফেলো, অ্যাসোসিয়েট ফেলো এবং রিসার্চ অ্যানালিস্ট নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই পদগুলিতে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদনের শেষ তারখি ৫ অগস্ট। ইচ্ছুক প্রার্থীরা www.idsa.in ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত বিবরণ দেখতে পারেন। আবেদন জন্য যাবতীয় তথ্য, শিক্ষাগত এবং প্রয়োজনীয় সব তথ্য জানুন

এমপি-আইডিএসে শূন্যপদ: প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে সব মিলিয়ে মোট ১৯টি পদে নিয়োগ করা হবে। যাঁর মধ্যে সিনিয়র ফেলো পদে ৩ জন, রিসার্চ ফেলো পদে ৪ জন, রিসার্চ ফেলো পদে ৪ জন, অ্যাসোসিয়েট ফেলো পদে ২ জন, রিসার্চ অ্যানালিস্ট পদে ৬ জনকে নিয়োগ করা হবে।ট

বয়সসীমা: সিনিয়র ফেলো পদে সর্বোচ্চ ৫২ বছর বয়স অবধি আবেদন করা যাবে। রিসার্চ ফেলো সিলেকশন স্কেল এবং রিসার্চ ফেলো পদে ৫০ বছর বয়স অবধি আবেদন করা যাবে। অ্যাসোসিয়েট ফেলো পদে ৪৫ বছর এবং রিসার্চ অ্যানালিস্ট পদে ৩৫ বছর বয়স অবধি আবেদন করা যাবে।

কীভাবে আবেদন করবেন?

ফর্মের সঙ্গে যাবতীয় নথিপত্র যোগ করে ইমেল করে পাঠাতে হবে। [email protected] ইমেল আইডিতে পাঠিয়ে দিতে হবে।

এছাড়াও পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠানো যেতে পারে। সেখানে পূরণ করা নথিপত্র খামে করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর “Application for the Position of________, MP-IDSA” (শূন্যস্থানে পদের নাম লিখতে হবে) লিখতে হবে।

ঠিকানা:

Human Resource Cell
Manohar Parrikar Institute for Defence Studies and Analyses (MP-IDSA),
No.1, Development Enclave, Rao Tula Ram Marg, Delhi Cantt., New Delhi-110010

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

[ad_2]

Leave a Reply