রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগ ২০২৩ – Malda District CMOH Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৩৫ টি শূন্যপদ রয়েছে, পুরুষ ও মহিলা উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ৯এই মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Malda Health Recruitment 2023-তে আবেদন করার জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার পদ্ধতি এবং পার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে নিয়োগ ২০২৩ – Malda District CMOH Recruitment 2023
নিয়োগ সংস্থা | Office of the Chief Medical Officer of Health & Secretary, Malda |
---|---|
পদের নাম | বিভিন্ন |
মোট শূন্যপদ | ৩৫ টি |
বেতন (₹) | ১৩,০০০ – ৩৫,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | মালদা, পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | malda.gov.in |
মালদা জেলার স্বাস্থ্য দপ্তরে নিয়োগ ২০২৩ – Malda District CMOH Recruitment 2023
পদের নাম (Post Name)
এখানে মালদা জেলার স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদে নিয়োগ করা হবে। প্রতিটি পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।
- Block Epidemiologist
- Block Public Health Manager
- Laboratory Technician
- Block Data Manager
- Medical Officer
- Staff Nurse
- Counsellor
- Community Health Assistant – Urban (Female Only)
মোট শূন্যপদ (Total Vacancy)
Malda District CMOH Recruitment 2023-তে সব মিলিয়ে মোট ৩৫টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা নিচের ছকে দেওয়া হয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
---|---|
Block Epidemiologist | ০৫ |
Block Public Health Manager | ০৭ |
Laboratory Technician | ০৭ |
Block Data Manager | ০৪ |
Medical Officer ( Specialist – Medicine ) | ০২ |
Medical Officer (Specialist – Paediatrics) | ০২ |
Medical Officer (Specialist -G&O) | ০১ |
Medical Officer (Specialist – Ophthalmologist) | ০২ |
Staff Nurse under Polyclinic | ০১ |
Counsellor | ০১ |
Staff Nurse under U – HWC | ০১ |
Community Health Assistant – Urban (Female Only) | ০২ |
মোট শূন্যপদ | ৩৫ |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
Malda Health Recruitment 2023-তে প্রতিটি পদে আবেদন করার জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
বয়সসীমা (Age Limit)
মেডিক্যাল অফিসার পদে আবেদন করার জন্য বয়সসীমা রয়েছে ২১ থেকে ৬২ বছর এবং বাকি সব পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন (Salary)
পদের নাম | বেতন (₹) |
---|---|
Block Epidemiologist | ৩৫,০০০/- |
Block Public Health Manager | ৩৫,০০০/- |
Laboratory Technician | ২২,০০০/- |
Block Data Manager | ২২,০০০/- |
Medical Officer ( Specialist – Medicine ) | ৩০০০/- (প্রতিদিন) |
Medical Officer (Specialist – Paediatrics) | ৩০০০/- (প্রতিদিন) |
Medical Officer (Specialist -G&O) | ৩০০০/- (প্রতিদিন) |
Medical Officer (Specialist – Ophthalmologist) | ৩০০০/- (প্রতিদিন) |
Staff Nurse under Polyclinic | ২৫,০০০/- |
Counsellor | ২০,০০০/- |
Staff Nurse under U – HWC | ২৫,০০০/- |
Community Health Assistant – Urban (Female Only) | ১৩,০০০/- |
আবেদন পদ্ধতি (Malda District CMOH Recruitment 2023 Apply Process)
আগ্রহী ও যোগ্য পার্থী এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এর সঙ্গে যুক্ত আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি যুক্ত করতে হবে। এরপর সেটিকে নির্দিষ্ট তারিখের মধ্যে নিচের দেওয়া ঠিকানায় জমা করতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- পরিচয় পত্র (ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড ইত্যাদি)
- ঠিকানার প্রমাণপত্র (ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড ইত্যাদি)
- সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও অ্যাডমিট কার্ড
- বয়সের প্রমাণপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)
- কাস্ট সার্টিফিকেট (যেক্ষেত্রে প্রয়োজন)
- কম্পিউটার সার্টিফিকেট (যেক্ষেত্রে প্রয়োজন)
- কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
- টেকনিক্যাল জ্ঞানের সার্টিফিকেট (যদি থাকে)
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
the Office of the Chief Medical Officer of Health & Secretary, District Health & Family Welfare Samity , Malda, P.O – Jhaljhalia ( J.R.C. ), Dist – Malda, Pin- 732102.
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য ১০০/- টাকা আবেদন মূল্য এবং সংরক্ষিত শ্রেণীর পর্থীদের জন্য ৫০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদনের শেষ তারিখ (Malda District CMOH Recruitment 2023 Last Date)
Malda Health Recruitment 2023-তে আগামী ৯ এই মার্চ ২০২৩ বিকেল পাঁচটা পর্যন্ত প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে।
নির্বাচন প্রক্রিয়া (Malda District CMOH Recruitment 2023 Selection Process)
Malda Health Recruitment 2023-তে আবেদনকারী চাকরিপ্রার্থীদের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে শর্ট লিস্ট তৈরি করা হবে। শর্ট লিস্টের পর্থীদের পরে লিখিত পরীক্ষা/কম্পিউটার টেস্ট/ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ২২.০২.২০২৩ |
আবেদন শুরু | ২২.০২.২০২৩ |
আবেদন শেষ | ০৯.০৩.২০২৩ |
প্রয়োজনীয় লিঙ্ক (Important Links)
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here