ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

WB KPS Recruitment 2022: পশ্চিমবঙ্গের কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগ

WB KPS Recruitment 2022
WB KPS Recruitment 2022
Rate this post

WB KPS Recruitment 2022: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) WB KPS Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। WB KPS Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

WB KPS Recruitment 2022: পশ্চিমবঙ্গের কৃষি প্রযুক্তি সহায়ক পদে কর্মী নিয়োগ

পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েদের জন্য চাকরির সুবর্ণ সুযোগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। এবার পশ্চিমবঙ্গের 4000 কেপিএস বা কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ হবে। যেখানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার ছেলেমেয়েরা KPS 2022 আবেদন করতে পারবেন।

এর আগে 2016 সালে কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ হয়েছিল 818 টি। প্রায় ছয় বছর পর এবার 4000 শূন্যপদে কেপিএস নিয়োগ 2022 নিয়োগ করবে রাজ্যের কৃষি দপ্তর।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যের কৃষি দপ্তর থেকে কৃষি প্রযুক্তি সহায়ক নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নবান্নের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। নবান্নের অনুমোদন পেলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করবে কৃষি দপ্তর এর তরফ থেকে।

আরও পড়ুন: ইন্ডিয়ান কোস্ট গার্ডে গ্রুপ-সি পদে চাকরি বিস্তারিত জানুন

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় রেলে ৩৬১২ শিক্ষানবিশ নিয়োগ

নিয়োগ স্থান: wb kps recruitment 2022 জেলা ভিত্তিক নিয়োগ হবে। যে সমস্ত কৃষি অধিকরণ গুলি রয়েছে সেগুলোতে এই কৃষি প্রযুক্তি সহায়ক বা কেপিএস নিয়োগ হবে।

নিয়োগ সংস্থা: পশ্চিমবঙ্গ কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার।

পদের নাম: কেপিএস কৃষি প্রযুক্তি সহায়ক ।

মোট শূন্যপদ: চার হাজার কেপিএস নিয়োগ হবে। তবেএখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট অনুমোদিত শূন্যপদ রয়েছে 4759 কেপিএস। তবে জেলা ভিত্তিক শূন্যপদ কত রয়েছে এ ব্যাপারে অফিসের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর বিস্তারিত জানতে পারবেন।

Eligibility Criteria for wb KPS

আবেদনের বয়স: 01 জানুয়ারি 2022 হিসাবে 18 – 40 বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতয় কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য আবেদন করতে পারবেন। তবে এ বছর কেপিএস নিয়োগ 2022 নতুন ভাবে অগ্রাধিকার দেয়া হবে যারা উচ্চ মাধ্যমিক স্তরে কৃষি বিভাগে ভোকেশনাল ট্রেনিং তাদেরকে।

Salary/Pay Scale of KPS in west Bengal

বেতন: 5400 থেকে 25200 এবং গ্রেড পে 2900 টাকা।

Application Fee for KPS 2022 Recruitment

আবেদন ফী: কেপিএস ২০২২ আবেদন করতে অনলাইন আবেদন ফী কাটাতে হবে ২০০+২০=২২০ টাকা সাধারণ এবং ওবিসি প্রার্থীদের জন্য। এছাড়া এসসি এটি এদের বেলায় মোট ২০ টাকা আবেদন ফী দিতে হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ভারতীয় ডাক বিভাগে চাকরি

আরও পড়ুন: আইডিবিআই ব্যাঙ্কের অধীনে প্রচুর শূন্যপদে নিয়োগ

How to Apply For Krishi Projukti Sahayak recruitment 2022 west Wengal

আবেদন পদ্ধতি: কেপিএস বা কৃষি প্রযুক্তি সহায়ক পদের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। psc.gov.in এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন।খুব শীঘ্রই অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তার জন্য এই ওয়েবসাইটে নিয়মিত চোখ রাখুন।

অফিসিয়াল নোটিশClick Here
আবেদন করার ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

Leave a Reply