ইন্ডিয়ান নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চাকরি 2023 – North Western Railway Recruitment 2023: সম্প্রতি ইন্ডিয়ান রেলওয়ের অধীনস্থ নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে, জয়পুরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে জয়পুর আরআরএফ বা আরপিএসএফ-এর কর্মী ব্যতীত সমস্ত নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের কর্মচারীদের থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইন্ডিয়ান রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ০৬.০৫.২০২৩ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পাঠাতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ২৩৮টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
- জেনারেল ক্যাটাগরি- ১২০টি পদ
- এসসি- ৩৬টি পদ
- এসটি- ১৮টি পদ
- ওবিসি- ৬৪টি পদ
ইন্ডিয়ান নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে চাকরি 2023 – North Western Railway Recruitment 2023
সংস্থা | ইন্ডিয়ান রেলওয়ে |
পদের নাম | অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট |
শূন্যপদের সংখ্যা | ২৩৮ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ০৬.০৫.২০২৩ |
বেতন
অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নির্বাচিত প্রার্থীরা গ্রেড পে ১৯০০ টাকা সহ পে লেভেল ২ অনুসারে বেতন পাবেন।
বয়সসীমা
০১.০৭.২০২৩ তারিখ অনুযায়ী জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা হল ৪২ বছর। ভারত সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীদের জন্য বয়সসীমায় শিথিলতা প্রদান করা হয়েছে।
- আরও পড়ুন: মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে এক্সিস ব্যাংকে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে MTS পদে চাকরি
- আরও পড়ুন: ভারতীয় স্টেট ব্যাংকে প্রচুর স্টাফ নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে BSF হেড কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি সিজিএল নিয়োগ 2023
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স টেকনিক্যাল এবং ট্রেডসম্যান নিয়োগ
- আরও পড়ুন: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে বিভিন্ন পদে চাকরি
আবেদনের যোগ্যতা
দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।ফিটার/ ইলেকট্রিশিয়ান/ ইন্সট্রুমেন্ট মেকানিক/ মিলরাইট/ রক্ষণাবেক্ষণ মেকানিক/ মেকানিক (রেডিও ও টিভি)/ ইলেকট্রনিক্স মেকানিক/ মেকানিক (মোটর ভেহিকেল)/ ওয়্যারম্যান/ ট্রাক্টর মেকানিক/ আর্মেচার এবং কয়েল উইন্ডার/ মেকানিক (ডিজেল/ স্টিম ইঞ্জিন ইত্যাদিতে আইটিআই/অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে। আইটিআইয়ের পরিবর্তে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা প্রাপ্তরাও আবেদনের যোগ্য।
নির্বাচন পদ্ধতি
মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। এর জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা এক বা দুই ধাপে অনুষ্ঠিত হতে পারে।