ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ITBP SI Recruitment 2022: আইটিবিপি পুলিশ Sub Inspector পদে নিয়োগ

ITBP SI Recruitment 2022
ITBP SI Recruitment 2022

ITBP SI Recruitment 2022: Indo Tibetan Border Police ITBP SI Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। ITBP SI Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

ITBP SI Recruitment 2022: আইটিবিপি পুলিশ Sub Inspector পদে নিয়োগ

Indo Tibetan Border Police: সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব পদগুলি গ্রুপ বি গেজেটেড অফিসার পদমর্যাদার। পুরুষ ও মহিলা উভয় পরীক্ষার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন।

কর্মসংস্থানের অভাবের এই সময়ে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্দো তিব্বত বর্ডার পুলিশ (Indo Tibetan Border Police) অথবা আইটিবিপি। সাব ইন্সপেক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সব পদগুলি গ্রুপ বি গেজেটেড অফিসার পদমর্যাদার। পুরুষ ও মহিলা উভয় পরীক্ষার্থীরাই এই পদে আবেদন করতে পারবেন। ১৬ জুলাই থেকে ১৪ অগস্ট অবধি এই পদগুলিতে আবেদন করা যাবে। recruitment.itbpolice.nic.in ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য আবেদন করা যাবে বলেই জানা গিয়েছে। শারীরিক সক্ষমতা, পার্সোনালিটি টেস্ট, লিখিত পরীক্ষা সহ একাধিক ধাপের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

bengaliportal

 

ITBP SI Recruitment 2022 কী কী ধাপে নিয়োগ করা হবে?

  • শারীরিক সক্ষমতার পরীক্ষা
  • শারীরিক মাপজোক পরীক্ষা
  • লিখিত পরীক্ষা
  • মেডিক্যাল পরীক্ষা
  • মেডিক্যাল এক্সাম রিভিউ

ITBP SI Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনকরার জন্য চাকরি প্রার্থীকে যে কোনও স্বীকৃত বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা অথবা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে।

ITBP SI Recruitment 2022 বয়সসীমা ও আবেদন ফি

এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছর হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বেলায় নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে।

সাধারণ ও ওবিসিদের বেলায় ১০০ টাকা আবেদন ফি লাগবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।

ITBP SI Recruitment 2022 বেতনক্রম

এই পদে চাকরি পেলে মাসে ৩৫৪০০-১১২৪০০ টাকা বেতন মিলবে। বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।

ITBP SI Recruitment 2022 কীভাবে আবেদন করবেন?

শুধুমাত্র অনলাইনেই আবেদন করা যাবে। ভারতের যে কোনও নাগরিক এই পদে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৪ অগস্ট।

অফিসিয়াল নোটিশClick Here
আবেদন করার ফর্মClick Here
অফিসিয়াল ওয়েবসাইটClick Here

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।

Leave a Reply