West Bengal Health Department Group D Recruitment 2022: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে West Bengal Health Department Group D Recruitment 2022 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। West Bengal Health Department Group D Recruitment 2022 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
West Bengal Health Department Group D Recruitment 2022 – পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি পদে চাকরি
রাজ্যে সরকারি চাকরির বড় সুযোগ। রাজ্যের স্বাস্থ্যের দফতরে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। অষ্টম পাশেই করা যাবে আবেদন। রাজ্যের যেকোনও জেলার বাসিন্দারাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন।
West Bengal Health Department Group D Recruitment 2022 পদের নাম
হেল্পার (Helper)
West Bengal Health Department Group D Recruitment 2022 মোট শূন্যপদ
২ টি শূন্যপদের জন্য আবেদন করা যাবে।
West Bengal Health Department Group D Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণি পাস করতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ITI বা ডিপ্লোমা কোর্স করতে হবে। সঙ্গে কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
West Bengal Health Department Group D Recruitment 2022 বয়সসীমা
১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
West Bengal Health Department Group D Recruitment 2022 বেতন
মাস গেলে মিলবে ১১,৫০০ টাকা।
West Bengal Health Department Group D Recruitment 2022 পদের নাম
ড্রাইভার (Driver) পদেও নিয়োগ চলছে।
West Bengal Health Department Group D Recruitment 2022 শূন্যপদ
২ টি পদে নিয়োগ করা হবে।
West Bengal Health Department Group D Recruitment 2022 শিক্ষাগত যোগ্যতা
এক্ষেত্রেও আবেদনকারীকে কোনও স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম পাস করতে হবে। ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে। এর পাশাপাশি দুই বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
West Bengal Health Department Group D Recruitment 2022 বয়সসীমা
১ জানুয়ারী অনুযায়ী প্রার্থীর বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে।
West Bengal Health Department Group D Recruitment 2022 বেতন
প্রতি মাসে মিলবে ১৫ হাজার টাকা
West Bengal Health Department Group D Recruitment 2022 নিয়োগ পদ্ধতি
প্রথমে আবেদনপত্র বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ ও ড্রাইভিং টেস্ট বা ক্ষমতা পরীক্ষা করা হবে। এইসব ধাপের মধ্য দিয়েই যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
আরও পড়ুন: 6000+ ক্লার্ক নিয়োগ 2022
West Bengal Health Department Group D Recruitment 2022 আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন। প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
West Bengal Health Department Group D Recruitment 2022 আবেদনপত্র পাঠানোর ঠিকানা
Swasthya Paribahan Bhavan, S.H.T.O, 142, A.J.C. Bose Road, Kolkata- 700014
West Bengal Health Department Group D Recruitment 2022 আবেদন করার শেষ তারিখ
১২ জুলাই অবধি শেষ আবেদন করা যাবে।
Important Link
অফিসিয়াল নোটিশ | Click Here |
আবেদন করার ফর্ম | Click Here |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
Disclaimer: Bengaliportal.com কোনো ধরনের সরকারি বা বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত নয়। এখানে Bengaliportal.com শুধুমাত্র সরকারি চাকরির খবর প্রদান করে। আমরা বিভিন্ন অনলাইন এবং অফলাইন মাধ্যম থেকে বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি সংগ্রহ করে পাঠকদের উপস্থাপন করি। আমরা প্রার্থীদের পরামর্শ দিচ্ছি ভালো করে যাচাই করে তবেই আবেদন করুন। এই ওয়েবসাইটে প্রকাশিত যে কোনো অসাবধানতা বশত ত্রুটির জন্য আমরা দায়ী নই।