মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে BSF হেড কনস্টেবল নিয়োগ – BSF Head Constable Recruitment 2023: শুধু মাত্র মাধ্যমিক পাস ও উচ্চমাধ্যমিক পাস যোগ্যতা ২৪৭ টি শূন্যপদে Radio Operator and Radio Mechanic নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন যোগ্য। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে আগামী ২২ এপ্রিল ২০২৩ তারিখ থেকে ১২ মে ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। BSF Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাসে BSF হেড কনস্টেবল নিয়োগ – BSF Head Constable Recruitment 2023
নিয়োগ সংস্থা | Directorate General Border Security Force |
---|---|
পদের নাম | হেড কনস্টেবল |
মোট শূন্যপদ | ২৪৭ টি |
বেতন (₹) | ২৫,৫০০ – ৮১,১০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | rectt.bsf.gov.in |
পদের নাম (Post Name)
এখানে বর্ডার সিকিউরিটি ফোর্স পক্ষ থেকে Radio Operator and Radio Mechanic পদে নিয়োগ করা হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
BSF Vacancy 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ২৪৭ টি শূন্যপদ রয়েছে।
পদের নাম | শূন্যপদের সংখ্যা |
Radio Operator | ২১৭ টি |
Radio Mechanic | ৩০ টি |
মোট শূন্যপদ | ২৪৭ টি |
শিক্ষাগত যোগ্যতা (BSF Head Constable Recruitment 2023 Educational Qualification)
বর্ডার সিকিউরিটি ফোর্স Radio Operator and Radio Mechanic পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস সহ উচ্চমাধ্যমিকে ৬০ শতাংশ নাম্বার নিয়ে বিজ্ঞান বিভাগে পাস করে থাকতে হবে এবং ITI কোর্স ২ বছরের করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।
- আরও পড়ুন: এসএসসি সিজিএল নিয়োগ 2023
- আরও পড়ুন: রাজ্যের শিশু সুরক্ষা দফতরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য দফতরে পুষ্টিবিদ নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স টেকনিক্যাল এবং ট্রেডসম্যান নিয়োগ
- আরও পড়ুন: আধার কার্ডের অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে জেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রাজ্যে ১৪২০ শূন্যপদে লেডি পুলিশ কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: এশিয়াটিক সোসাইটিতে বিভিন্ন পদে চাকরি
- আরও পড়ুন: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে বিভিন্ন পদে চাকরি
- আরও পড়ুন: কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আয়কর বিভাগে বিভিন্ন পদে চাকরি
বয়সসীমা (BSF Head Constable Recruitment 2023 Age Limit)
এখানে আবেদন করা জন্য সর্বনিম্ন বয়সসীমা হলো ১৮ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
বেতন (Salary)
BSF Recruitment 2023 তে নির্বাচন প্রার্থীদের প্রতিমাসে ২৫,৫০০/- টাকা থেকে শুরু করে ৮১,১০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি (BSF Head Constable Recruitment 2023 Apply Online)
আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা BSF Radio Operator and Radio Mechanic পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রাথীদের প্রথমে https://rectt.bsf.gov.in অফিশিয়াল ওয়েবসাইট গিয়ে রেজিস্ট্রেশন করবেন। তারপরে প্রার্থীরা সঠিক বিকল্প টি বেছে নিয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। আবেদন লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করা জন্য ১০০/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। SC/ ST/ PWD প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।
আবেদনের শেষ তারিখ (BSF Head Constable Recruitment 2023 Last Date)
BSF Radio Operator and Radio Mechanic পদে আবেদন শুরু ২২ এপ্রিল ২০২৩ এবং আবেদন করা শেষ তারিখ হলো ১২ মে ২০২৩।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | – |
আবেদন শুরু | ২২.০৪.২০২৩ |
আবেদন শেষ | ১২.০৫.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিঙ্ক: Apply Here