স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ 2023 – DHFWS Jhargram Recruitment 2023: চাকরির প্রার্থীদের জন্য খুশির খবর। ঝাড়গ্রাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন। নিয়োগটি ঝাড়গ্রাম জেলার হলেও পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রতিমাসে মাসে মোটা অংকের বেতন দেওয়া হবে। সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। কিভাবে আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে,সর্বোচ্চ বয়সসীমা কত, কোন পদের জন্য কত মাসিক বেতন, নিয়োগ পদ্ধতি এককথায় সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের এই প্রতিবেদনটি দেখুন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ 2023 – DHFWS Jhargram Recruitment 2023
নিয়োগ সংস্থা | District Health & Family Welfare Samiti (DHFWS) |
---|---|
পদের নাম | Medical officer & Accountant |
মোট শূন্যপদ | ০৭ টি |
বেতন (₹) | ১২,০০০ – ৬০,০০০/- |
চাকরির ধরন | সরকারি |
আবেদন মোড | অনলাইন |
স্থান | ঝাড়গ্রাম,পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | wbhealth.gov.in |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ 2023 – DHFWS Jhargram Recruitment 2023
পদের নাম (Post Name)
এখানে Medical Officer,Block Public Health Manager,Clinical Psychologist,Multi Rehabilitation Worker, Accountant পদে কর্মী নিয়োগ করানো হবে।
মোট শূন্যপদ (Total Vacancy)
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে। কোন পদের জন্য কত শূন্যপদ সেই বিষয়ে নিচে ছকে আলোচনা করা হলো।
পদের নাম | মোট শূন্যপদ |
Medical Officer | ৩ টি |
Block Public Health Manager | ১ টি |
Clinical Psychologist | ১ টি |
Multi Rehabilitation Worker | ১ টি |
Accountant | ১ টি |
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)
এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে Degree, B.Sc, MBBS, M.phill, Post Graduation,Diploma পাশ করা থাকলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (Age Limit)
এখানে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিন্ম ২১ বছর থেকে শুরু করে সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে। আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।
বেতন (Salary)
এখানে নির্বাচিত প্রার্থীর প্রতিমাসে ১২,০০০/- থেকে ৬০,০০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। প্রতিটি পদের জন্য বেতন ভিন্ন ভিন্ন। নিচে ছকের মাধ্যমে প্রতিটি পদের প্রতিমাসে বেতন উল্লেখ করা হয়েছে।
পদের নাম | প্রতিমাসে বেতন |
Medical Officer | ৬০,০০০/- |
Block Public Health Manager | ৩৫,০০০/- |
Clinical Psychologist | ৩০,০০০/- |
Multi Rehabilitation Worker | ১৮,০০০/- |
Accountant | ১২,০০০/- |
- আরও পড়ুন: রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে বিভিন্ন পদে চাকরি
- আরও পড়ুন: কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আয়কর বিভাগে বিভিন্ন পদে চাকরি
- আরও পড়ুন: আই আর সি টি সি তে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: যাদবপুর ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: এসএসসি সিজিএল এর নতুন বিজ্ঞপ্তি প্রকাশ
- আরও পড়ুন: কোল ইন্ডিয়া লিমিটেডে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি (Apply Process)
ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট – wbhealth.gov.in এর মাধ্যমে। আবেদন করার জন্য নিচের দেওয়া অফিসিয়াল লিঙ্কে ক্লিক করুন। আবেদন করার আগে অবশ্যই নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে রাখবেন। নিজের মোবাইল নম্বর এবং ইমেইল দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন। রেজিস্ট্রেশন হয়ে হেলেই নির্দিষ্ট পোস্টে ক্লিক করে ফর্ম ফিলাপ শুরু করুন। অবশ্যই মনে রাখবেন ফর্ম ফিলাপে যেন কোনো ভুল না হয়ে। ফর্ম ফিলাপ সম্পূর্ণ হলে আবেদন ফী অনলাইনেই পেমেন্ট করুন। তারপর ফাইনাল সাবমিট করে প্রিন্ট কপি নিজের কাছেই রাখুন। আগামী ১৭ ই এপ্রিল ২০২৩ এর মধ্যেই ফর্ম ফিলাপ সম্পূর্ণ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)
- আঁধার কার্ড
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- পাসপোর্ট সাইজ ফটো
- SC/ST/OBC সার্টিফিকেট (যদি থাকে)
আবেদন মূল্য (Application Fee)
এখানে আবেদন করার জন্য General শ্রেণীর প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য দিতে হবে এবং SC/ST/OBC প্রার্থীদের ৫০/- টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে।
আবেদনের শেষ তারিখ (Application Last Date)
DHFWS Jhargram Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন এর শেষ তারিখ আগামী ১৭ ই এপ্রিল ২০২৩। উক্ত তারিখের আগেই ফর্ম ফিলাপ সম্পূর্ণ করুন।
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা ছাড়ায় শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে।
গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৬.০৪.২০২৩ |
আবেদন শুরু | ০৬.০৪.২০২৩ |
আবেদন শেষ | ১৭.০৪.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিঙ্ক: Apply Here