ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ 2023 – WB Panchayat And Rural Development Department Recruitment 2023

WB Panchayat And Rural Development Department Recruitment 2023
WB Panchayat And Rural Development Department Recruitment 2023
Rate this post

রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ 2023 – WB Panchayat And Rural Development Department Recruitment 2023: রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামীন উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে দুই ধরনের পদের শুন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলেই এক্ষেত্রে আবেদন করতে পারা যাবে। এখানে চুক্তির ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। পদগুলি সম্পর্কে বিস্তারিত নীচে জানানো হল। 

রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ 2023 – WB Panchayat And Rural Development Department Recruitment 2023

1. পদের নাম- গ্রাম রোজগার সহায়ক (Gram Rozgar Sahayak- GRS) 

শূন্যপদ – মোট 38 টি শূন্যপদ রয়েছে এখানে।

শিক্ষাগত যোগ্যতা – উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পদার্থবিদ্যা ও গণিত সহ বিজ্ঞান বিভাগে কমপক্ষে 55% নম্বর অর্জন করে থাকলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। সাথে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে।
পাশাপাশি, যে ব্লকের জন্য আবেদন করবেন, প্রার্থীদের সেই ব্লকের ভোটার এবং বাসিন্দা হতে হবে।

বয়সসীমা – 18 থেকে 35 বছর অবধি সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 12,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

2. পদের নাম- ভিলেজ লেভেল এনট্রেপ্রেনিউর (Village Level Entrepreneur-VLE)

শূন্যপদ – মোট 22 টি শূন্যপদ রয়েছে এখানে।

শিক্ষাগত যোগ্যতা – দশম শ্রেণী অর্থাৎ মাধ্যমিক পাশের সাথে সাথে যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্তত 6 মাসের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। পাশাপাশি, যে ব্লকের জন্য আবেদন করবেন, প্রার্থীদের সেই ব্লকের ভোটার এবং বাসিন্দা হতে হবে।

বয়সসীমা – 18 থেকে 35 বছর অবধি সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বেতনক্রম – মাসিক 10,000 টাকা করে বেতন দেওয়া হবে প্রার্থীদের।

নিয়োগের স্থান

নির্বাচিত প্রার্থীদের দার্জিলিং জেলাতে নির্দিষ্ট পদে নিয়োগ করা হবে। 

রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ 2023 আবেদন পদ্ধতি

নিচের লিংকে ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে আবেদন করার জন্য একটি আবেদনপত্র দেওয়া আছে, সেটি প্রিন্ট করে সঠিকভাবে ফিলাপ করতে হবে। ওই ফর্মের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে নীচের ঠিকানায় হাতে করে দিয়ে আসতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Executive Director, Mahatma Gandhi NREGS, P&RDD. GTA. Darjeeling

WB Panchayat And Rural Development Department Recruitment 2023 আবেদনের সময়সীমা

19/04/2023 তারিখের মধ্যে আবেদন পত্র জমা করে আসতে হবে প্রার্থীদের।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply