ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

যাদবপুর ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ 2023 – Jadavpur University Recruitment 2023

Jadavpur University Recruitment 2023
Jadavpur University Recruitment 2023
Rate this post

যাদবপুর ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ 2023 – Jadavpur University Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন ধরে চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন করছেন এবং পরীক্ষাও দিচ্ছেন কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাঁদের জন্য একটা বড়ো সুযোগ রয়েছে। কোনো পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমেই নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি কি ডকুমেন্টস লাগবে যাবতীয় কিছু আলোচনা করা হবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

যাদবপুর ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ 2023 – Jadavpur University Recruitment 2023

নিয়োগ সংস্থাJadavpur University
পদের নামResearch Associate
মোট শূন্যপদ১ টি
বেতন (₹)৪৭,০০০ – ৫২,২০০/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডইমেইল
স্থানকলকাতা, পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটjaduniv.edu.in

যাদবপুর ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ 2023 – Jadavpur University Recruitment 2023

পদের নাম (Post Name)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Research Associate পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে মোট ১ টি শূন্যপদে Research Associate পদে নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড অথবা ইউনিভার্সিটি থেকে ME/M.Tech, P. hd পাশ করে থাকতে হবে তাহলে আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit)

Jadavpur University Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বয়স সংক্রান্ত কোনো তথ্য উল্লেখ নেই।

বেতন (Salary)

এখানে Research Associate পদে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৪৭,০০০ টাকা থেকে ৫৮,২৮০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অফলাইন অর্থাৎ ইমেইল এর মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। নির্দিষ্ট আবেদন ফর্মের ফরম্যাটে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে। আবেদন পত্রটির সাথে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস স্ক্যান করতে হবে। আবেদন ফর্মটি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি একসাথে স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে সেভ করতে হবে। সেই পিডিএফ ফাইলটি নিচে দেওয়া ইমেইল এড্রেসে পাঠাতে হবে। অবশ্যই মনে রাখবেন সমস্ত ডকুমেন্টস স্ক্যান যেন ভালোভাবে করা হয়। অস্পষ্ট ডকুমেন্টস দিলে আবেদন বাতিল হতে পারে। আবেদন পদ্ধতি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।

E-Mail – debotosh.bhattacharjee@jadavpuruniversity

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • ঠিকানার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ফটো

আবেদন মূল্য (Application Fee)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করার জন্য কোনো আবেদন মূল্য দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

Jadavpur University র অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনের শেষ তারিখ আগামী ১৮ ই এপ্রিল ২০২৩। উক্ত তারিখের আগেই ইমেইল এর মাধ্যমে আবেদন জমা করুন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

এখানে আবেদনকারী প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত৩১.০১.২০২৩
আবেদন শুরু৩১.০১.২০২৩
আবেদন শেষ১৮.০৪.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

অফিসিয়াল ওয়েবসাইট: jaduniv.edu.in

Leave a Reply