রাজ্যের শিশু সুরক্ষা দফতরে কর্মী নিয়োগ – WB Child Protection Unit Recruitment 2023: পশ্চিম মেদিনীপুরের ডিএম অফিসের অধীনে শিশু সুরক্ষা দফতরে শূন্যপদের কথা উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলায় এই নিয়োগ করানো হবে। তবে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকেই চাকরির জন্য আবেদন জানানো যাবে। আবেদন করতে ইচ্ছুক থাকলে অবশ্যই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন।
রাজ্যের শিশু সুরক্ষা দফতরে কর্মী নিয়োগ – WB Child Protection Unit Recruitment 2023
পদ
অফিসার ইন চার্জ (Office-in- Charge)
শূন্যপদ
এখানে 1 টি শূন্যপদ রয়েছে।
দরকারি যোগ্যতা
1) আবেদনকারী প্রার্থীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
2) যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রার্থীকে Social Work/Sociology/Psychology/ Psychiatry/Law/ Public Health নিয়ে মাস্টার্স করে থাকতে হবে।
3) কম্পিউটারে সম্যক জ্ঞান থাকতে হবে।
4) 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোনো NGO অথবা প্রাইভেট সংস্থায়।
বয়সসীমা
27 থেকে 40 বছর বয়স অবধি প্রার্থীরা আবেদন করতে পারবেন।
চাকরির বেতন
প্রার্থীদের প্রতি মাসে 33,100 টাকা করে বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি
- প্রথমে 60 নম্বরের একটি লিখিত পরীক্ষা হবে। ইংরেজি, অঙ্ক এবং জেনারেল নলেজের উপর প্রশ্ন থাকবে এই পরীক্ষাতে।
- এরপর একটি কম্পিউটার টেস্ট হবে 20 নম্বরের।
- একটি ইন্টারভিউ হবে 20 নম্বরের।
- তিন ধাপ মিলিয়ে তৈরি করা মেরিট লিস্ট অনুয়ায়ী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
আবেদন পদ্ধতি
নিচের দেওয়া লিংকে ক্লিক করে অথবা নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে। নোটিশের শেষে একটি আবেদন করার জন্য আবেদন পত্র বা Application Form দেওয়া আছে, সেটি প্রিন্ট করার পর ফিলাপ করতে হবে। ওই ফর্মের সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
DCPU (District Child Protection Unit) under Social Welfare Section, Office of the District Magistrate, Paschim Medinipur, Pin.- 721101, W.B.
আবেদনের সময়সীমা
24.04.2023 তারিখ এখানে আবেদন করার শেষ দিন।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here
- আরও পড়ুন: রাজ্যের স্বাস্থ্য দফতরে পুষ্টিবিদ নিয়োগ
- আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স টেকনিক্যাল এবং ট্রেডসম্যান নিয়োগ
- আরও পড়ুন: আধার কার্ডের অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে জেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রাজ্যে ১৪২০ শূন্যপদে লেডি পুলিশ কনস্টেবল নিয়োগ
- আরও পড়ুন: এশিয়াটিক সোসাইটিতে বিভিন্ন পদে চাকরি
- আরও পড়ুন: টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ায় প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের পঞ্চায়েত দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশে অফিসার নিয়োগ
- আরও পড়ুন: সাউদার্ন রেলওয়েতে বিভিন্ন পদে চাকরি
- আরও পড়ুন: কেন্দ্রীয় টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: আয়কর বিভাগে বিভিন্ন পদে চাকরি