ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে জেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ – DHFWS Cooch Behar Recruitment 2023

DHFWS Cooch Behar Recruitment 2023
DHFWS Cooch Behar Recruitment 2023
Rate this post

রাজ্যে জেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ – DHFWS Cooch Behar Recruitment 2023: পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখান Nutritionist পদে নিয়োগের নোটিস দেওয়া হয়েছে। প্রতিমাসে ২৫ হাজার টাকা বেতন। যোগ্য প্রার্থীরা অবশ্যই আবেদন করুন। কিভাবে আবেদন করবেন, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টস অবশ্যই লাগবে, আবেদন ফী, নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে এককথায় সমস্ত কিছু বিস্তারিত জানতে আজকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।

রাজ্যে জেলা স্বাস্থ্য কেন্দ্রে কর্মী নিয়োগ – DHFWS Cooch Behar Recruitment 2023

নিয়োগ সংস্থাDistrict Health & Family Welfare Samiti (DHFWS)
পদের নামNutritionist
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)২৫,০০০/-
চাকরির ধরনসরকারি
আবেদন মোডঅনলাইন
স্থানকোচবিহার,পশ্চিমবঙ্গ
ওয়েবসাইটcoochbehar.gov.in

কোচবিহার জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ ২০২৩ – Cooch Behar Health Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে Nutritionist পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

মোট শূন্যপদ (Total Vacancy)

DHFWS এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট ১ টি শূন্যপদে Nutritionist নিয়োগ করানো হবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে B.Sc/M.Sc পাশ করে থাকলে আবেদনের যোগ্য।

বয়সসীমা (Age Limit)

এখানে আবেদনকারী প্রার্থীর বয়স সর্বনিন্ম ২১ বছর এবং সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব ধরা হবে ০১.০৪.২০২৩ তারিখ অনুযায়ী।

বেতন (Salary)

DHFWS Coochbehar Recruitment 2023 এ নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ২৫,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে। প্রথমে mhc.tn.gov.in এ ভিসিট করুন। নির্দিষ্ট পোস্টে ক্লিক করে সম্পূর্ণ সঠিক ভাবে আবেদন ফর্ম ফিলাপ করুন। আবেদন ফর্ম এর প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস এ সেল্ফ এটেস্টেড করে নির্দিষ্ট ঠিকানায় হার্ড কপি জমা করতে হবে। অবশ্যই মনে রাখবেন অনলাইনে ফর্ম ফিলাপের সময় নির্ভুল ভাবে সমস্ত তথ্য লিখুন এবং আপলোড করুন। কোনো ভুল হয়ে গেলে আবেদন ফর্ম বাতিল হয়ে যাবে। অনলাইনে আবেদন করলেও যদি আপনারা হার্ড কপি নির্দিষ্ট ঠিকানায় জমা না দেন তাহলেও আবেদন গ্রহণযোগ্য হবে না।

Address :- CMOH & Secretary, Dist Health & Family Welfare Samiti, Cooch behar, Lalbag, Debibari Road, Cooch Behar

প্রয়োজনীয় ডকুমেন্ট (Required Documents)

  • ঠিকানায় প্রমাণপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • নিজের পরিচয় পত্র
  • শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • পাসপোর্ট সাইজ ফটো
  • সাবমিট করা আবেদন ফর্ম

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য SC/ST/OBC প্রার্থীদের ৫০/- টাকা এবং বাকি সমস্ত প্রার্থীদের ১০০/- টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

DHFWS Coochbehar Recruitment 2023 এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী ২৪ শে এপ্রিল ২০২৩।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১০.০৪.২০২৩
আবেদন শুরু১০.০৪.২০২৩
আবেদন শেষ২৪.০৪.২০২৩
হার্ড কপি জমা করার শেষ তারিখ২৫.০৪.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিঙ্ক: Apply Here

Leave a Reply