রাজ্যের CMOH-এর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ – Purba Bardhaman CMOH Counsellor Recruitment 2023: রাজ্যের পূর্ব বর্ধমান জেলার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই ধরনের শূন্যপদে নিয়োগ কর্মী নিয়োগ করা হবে এখানের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে। রাজ্যের সমস্ত ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা এই নিয়োগে আবেদন করতে পারেন।
নির্বাচিত কর্মীদের পোস্টিং দেওয়া হবে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন মেডিকেল ইউনিটে। এই নিয়োগটি সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে বলে জানানো হয়েছে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যের CMOH-এর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ – Purba Bardhaman CMOH Counsellor Recruitment 2023
পদের নাম (Position) | শূন্যপদ (Vacancies) | যোগ্যতা (Qualification) | বয়সসীমা (Age Limit) | বেতনক্রম (Salary) |
---|---|---|---|---|
কাউন্সেলর (Counsellor) | 1 টি | সোশ্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন পাশ, কম্পিউটার স্কিল, কাজের অভিজ্ঞতা, আঞ্চলিক ভাষায় দক্ষতা | 21 থেকে 40 বছর | মাসিক 20,000 টাকা |
মেডিকেল অফিসার (Medical Officer) | 6 টি | MBBS গ্র্যাজুয়েট এবং এক বছরের ইন্টার্নশিপ সম্পন্ন | সর্বোচ্চ 62 বছর | মাসিক 60,000 টাকা |
রাজ্যের CMOH-এর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ – Purba Bardhaman CMOH Counsellor Recruitment 2023
রাজ্যের CMOH-এর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ নিয়োগ পদ্ধতি
এখানে প্রার্থীদের যে ভাবে নম্বর দেওয়া হবে: MBBS Marks (Final Examination) -80%, PG degree-10, Diploma-5, Experience-10
রাজ্যের CMOH-এর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগের সময়সীমা
31 মার্চ, 2024 তারিখ পর্যন্ত প্রার্থীদের এখানে নিয়োজিত রাখা হবে।
রাজ্যের CMOH-এর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য https://wbhealth.gov.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্টার করে তারপর নিজেদের তথ্য দিয়ে ফর্মটি ফিলাপ করতে হবে। এরপরে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
রাজ্যের CMOH-এর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ আবেদন মূল্য
জেনারেল, OBC, EWS প্রার্থীদের জন্য 100 টাকা এবং বাকি প্রার্থীদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
- আরও পড়ুন: ভারতীয় বীমা কোম্পানিতে প্রচুর শূন্যপদে নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি
- আরও পড়ুন: পোস্ট অফিসে গ্রুপ ডি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
রাজ্যের CMOH-এর দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ আবেদনের তারিখ
14 অগাস্ট, 2023 এখানে আবেদন করার শেষ দিন।
Important Links
পদের নাম (Position) | লিংক (Links) |
---|---|
কাউন্সেলর (Counselor) | Download |
মেডিকেল অফিসার (Medical Officer) | Download |
অনলাইনে আবেদন | Apply Now |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |