ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি – Indian Air Force Recruitment 2023

Indian Air Force Recruitment 2023
Indian Air Force Recruitment 2023
Rate this post

উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি – Indian Air Force Recruitment 2023: ভারতীয় এয়ার ফোর্স (বায়ু সেনা) বাহিনীতে অগ্নিবীর বায়ু পদে পুরুষ ও মহিলা নিয়োগ হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে দেশের সমস্ত অবিবাহিত যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন করতে হবে অনলাইনে। চার বছরের মেয়াদে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি – Indian Air Force Recruitment 2023

উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি পদ

অগ্নিবীর বায়ু / Agniveerayu

Indian Air Force Recruitment 2023 শূন্যপদ

এখানে মোট শূন্যপদের সংখ্যা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় নি।

উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের নীচের যোগ্যতা থাকতে হবে –

(1) অবশ্যই অবিবাহিত থাকতে হবে।

(2) নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে।

অথবা, তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও উচ্চতা, বুকের ছাতি, ওজন ইত্যাদি আরও কিছু প্যারামিটার পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা করে পূরণ করতে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিন।

Indian Air Force Recruitment 2023 বয়সসীমা

এখানে আবেদন করার জন্য কেবলমাত্র 18 থেকে 21 বছরের প্রার্থীরা আবেদন যোগ্য। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারী প্রার্থীদের জন্ম তারিখ হতে হবে 27 June 2003 থেকে 27 December 2006 এর মধ্যে।

উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি বেতনক্রম

চার বছরের জন্য প্রার্থীদের নিয়োগ করা হবে। বছর অনুয়ায়ী বেতনের পরিমাণ আলাদা হবে। প্রথম বছরে 30,000, দ্বিতীয় বছরে 33,000, তৃতীয় বছরে 36,500 এবং চতুর্থ বছরে 40,000 টাকা বেতন বাবদ প্রার্থীদের দেওয়া হবে।

Indian Air Force Recruitment 2023 নিয়োগ পদ্ধতি

এখানে লিখিত পরীক্ষা এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। টেস্টের সিলেবাস জানার যাবে https://agnipathvayu.cdac.in. এই ওয়েবসাইট থেকে।

উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করার জন্যে https://agnipathvayu.cdac.in. ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের নিজেদেরকে রেজিস্টার করতে হবে। এরপর নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ক্রমে ক্রমে নিজেদের ছবি এবং সাইন আপলোড করতে হবে। অবশেষে আবেদন মূল্য জমা দিয়ে আবেদনপত্রের ফর্মটি সাবমিট করতে হবে।

Indian Air Force Recruitment 2023 আবেদন মূল্য

এখানে আবেদন মূল্য বাবদ 250 টাকা ধার্য করা হয়েছে।

উচ্চ মাধ্যমিক পাশে ভারতীয় বায়ুসেনায় চাকরি আবেদনের তারিখ

এখানে আবেদন করার শেষ দিন 17 August 2023 তারিখ। পরীক্ষার তারিখ- 13 OCTOBER 2023 এবং তার পরে পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে অ্যাডমিট কার্ডে তথ্য দেওয়া থাকবে।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অনলাইনে আবেদন: Apply Now

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply