ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

WBPSC -র মাধ্যমে রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ – WBPSC Agriculture Department Recruitment 2023

WBPSC Agriculture Department Recruitment 2023
WBPSC Agriculture Department Recruitment 2023

WBPSC -র মাধ্যমে রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ – WBPSC Agriculture Department Recruitment 2023: পশ্চিমবঙ্গের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য আরো একটি বড় সুযোগ। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ পাবলিক কমিশনের (WBPSC) পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে মোট ১২২টি শূন্যপদে Assistant Director Of Agriculture নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

WBPSC -র মাধ্যমে রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ – WBPSC Agriculture Department Recruitment 2023

নিয়োগ সংস্থাWest Bengal Public Service Commission (WBPSC)
পদের নামAssistant Director Of Agriculture
মোট শূন্যপদ১২২ টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানপশ্চিমবঙ্গ
ওয়েবসাইটwbpsc.gov.in

WBPSC Agriculture Department Recruitment 2023
WBPSC Agriculture Department Recruitment 2023

WBPSC -র মাধ্যমে রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ – WBPSC Agriculture Department Recruitment 2023

WBPSC Agriculture Department Recruitment 2023 পদের নাম

এখানে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা যে পদে নিয়োগ করা হবে সেটি হল – Assistant Director Of Agriculture।

WBPSC Agriculture Department Recruitment 2023 মোট শূন্যপদ

WBPSC এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১২২টি শূন্য পদ রয়েছে।

WBPSC Agriculture Department Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারতে ব্যাচেলার ডিগ্রী করা থাকতে হবে।

WBPSC Agriculture Department Recruitment 2023 বয়সসীমা

সর্বোচ্চ ৩৬ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

WBPSC Agriculture Department Recruitment 2023 বেতন

নিয়ম অনুযায়ী (আনুমানিক প্রতিমাসে ৫৬,১০০/- টাকা)।

WBPSC Agriculture Department Recruitment 2023 আবেদন পদ্ধতি

প্রার্থীরা এখানে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। WBPSC-তে Assistant Director Of Agriculture পদে করার জন্য প্রার্থীদেরকে প্রথমে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সঠিকভাবে অনলাইন আবেদনপত্রটি পূরণ করতে হবে। আবেদন মূল্য জমা করতে হবে (যদি প্রয়োজন হয়)। সমস্ত কিছু ভালোভাবে যাচাই করে নেওয়ার পর আবেদনটি ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত বা প্রিন্ট আউট করে রাখতে হবে।

WBPSC Agriculture Department Recruitment 2023 আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য ২১০ টাকা আবেদনমূলক প্রয়োজন। SC/ST/PWD প্রার্থীদের জন্য এখানে কোনরকম আবেদনমূল্য ধার্য করা হয়নি।

WBPSC Agriculture Department Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনে Assistant Director Of Agriculture পোদে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হল ১৭ আগস্ট ২০২৩

WBPSC Agriculture Department Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া

এখানে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।

WBPSC Agriculture Department Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত১৫.০৭.২০২৩
আবেদন শুরু২৫.০৭.২০২৩
আবেদন শেষ১৭.০৮.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

অফিসিয়াল ওয়েবসাইট: wbpsc.gov.in

Leave a Reply