Bengaliportal: বীরভূমের বোলপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন ১০০ বছর চিন্তা করতে হবে না ১ লক্ষ কর্মসংস্থান হবে। আগামীকাল বোলপুরের রোড শো করবেন তিনি। এই রোড শোয়ে দুই থেকে আড়াই লক্ষ মানুষ জমায়েত করবেন বলে তিনি আগেই জানিয়েছিলেন বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। আজ বোলপুরে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ডেউচা পাঁচামিতে প্রস্তাবিত কয়লা খনি ব্লকের জমি প্রসঙ্গে জানতে চান।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
উল্লেখ্য, মোহম্মদ বাজারের প্রস্তাবিত খনি এলাকার সমীক্ষা চালানো হয়েছে। আর সেটির রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছেও পাঠানো হয়েছে।
তবে রাজ্যের তরফ থেকে করা এই সমীক্ষা প্রবল আপত্তি জাহির করেছেন স্থানীয়রা। এলাকাবাসীর অসন্তোষের কথা জানতে পেরে প্রশাসনের তরফ থেকেও তৎপরতা দেখানো হয়েছে। যদিও বীরভূমের জেলাশাসক স্থানীয়দের আশ্বাস দিয়ে বলেছেন যে, জোর করে কারোর জমি অধিগ্রহণ করা হবে না বলে তিনি আশ্বাস দিয়েছেন।