ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বিজেপি-র ব্যাকরণ ক্লাস নিলেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী

বিজেপি-র ব্যাকরণ ক্লাস নিলেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী
বিজেপি-র ব্যাকরণ ক্লাস নিলেন টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী
Rate this post

Bengaliportal: দন্ত্য ন এবং মূর্ধণ্য-এর পার্থক্য বোঝালেন অভিনেতা ও যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সোহম।

আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর তার জন্য চলছে জোর প্রস্তুতি। এক দিকে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তৃণমূল। বিপরীতে রণমূ্র্তি ধারণ করেছে বিজেপিও। এমনই একটি প্রচার সভায় বাংলায় ‘গনতন্ত্র’হীনতার দাবি করেছিল বিজেপি। কিন্তু ন-এ ণ-এ গন্ডগোল! ঠিক চোখে পড়েছে সোহমের।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

টলিউডের প্রথম সারির অভিনেতা সোহম চক্রবর্তী। রাজনীতির জগতেও পা রেখেছেন অনেক আগেই। যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তিনি। তবে ২০১৬ সালে বড়জোড়া থেকে নির্বাচনে দাঁড়িয়ে হেরে গিয়েছিলেন তারকা সোহম। কিন্তু তিনি হার মানেননি। এখনও নিজের দলের জন্য তিনি সক্রিয়। বিশেষ করে তার প্রমাণ মেলে টুইটারে।   

‘অপশাসন হাটাও, গণতন্ত্র বাঁচাও’। না, এই স্লোগানের ব্যানারটিতে গণতন্ত্রের বানান এটি ছিল না। মূর্ধণ্য-এর জায়গা ছিল দন্ত্য ন। আর সেই বানানটির ভুল সংশোধন করে দিলেন অভিনেতা সোহম। শুধু সংশোধনই করলেন না, বিজেপি-কে এক হাতও নিলেন তিনি। টুইটারে সেই প্রচারসভার একটি ছবি পোস্ট করলেন। ক্যাপশনে লিখলেন, ‘গণতন্ত্র তো মানেন না, অন্তত শব্দের বানানটা তো ঠিক করে লিখতে পারতেন।’ এর পাশে একটি ইমোজিও দিতে ভোলেননি। যার মাধ্যমে নিজের অভিব্যক্তির প্রকাশ করেছেন সোহম। মাথায় হাত দিয়ে এক জন পুরুষ। যেন কোনও কারণে অত্যন্ত হতাশ সে। ছবিতে লাল রঙের গোলও করে দিয়েছেন ‘গনতন্ত্র’-এর উপর।

Leave a Reply