ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

SSC পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে -এই প্রশ্ন তুলে মমতাকে চিঠি দিলেন সুজন

SSC পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে -এই প্রশ্ন তুলে মমতাকে চিঠি দিলেন সুজন
SSC পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভবিষ্যৎ কী হবে -এই প্রশ্ন তুলে মমতাকে চিঠি দিলেন সুজন

Bengaliportal: প্রায় তিন বছর ধরে তাঁদের চাকরি পাওয়ার বিষয়টি ঝুলে রয়েছে। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকাভুক্ত প্রার্থীদের চাকরিতে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।

গত বছর লোকসভা ভোটের আগে (২৭ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ) নিয়োগের দাবিতে কলকাতা প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছিলেন পরীক্ষায় উর্ত্তীণ ও মেধাতালিকায় অর্ন্তভুক্তরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আশ্বাস দেওয়ায় অনশন তুলে নেন চাকরিপ্রার্থীরা।

প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:

সুজন মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে লিখেছেন, ‘মেধা তালিকায় থাকা কাউকে বঞ্চিত করা হবে না’ বলে মুখ্যমন্ত্রী কথা দিলেও এখনও পর্যন্ত কিছু হয়নি। যাদবপুরের সিপিএম বিধায়ক প্রশ্ন তুলেছেন, ‘কেন এখনও এদেরকে নিয়োগ করা যাচ্ছে না?  কিসের আসুবিধা’?  তাঁর আরও প্রশ্ন, ‘শিক্ষিত যোগ্য চাকরিপ্রার্থী যুবসমাজের ভবিষ্যত্কে অন্ধকারে ঠেলে দেবার অধিকার কি কারও আছে ?’

উল্লেখ্য, এসএটি-২০১৬ পর্যায়ে স্কুল সার্ভিস কমিশনের তত্ত্বাধানে নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে শিক্ষক নিয়োগের পরীক্ষা হয়েছিল। কিন্তু ফল প্রকাশের পর প্রায় তিন বছর কেটে গেলেও উর্ত্তীণ ও মেধা তালিকায় স্থান পাওয়া পরীক্ষার্থীদের নিয়োগ হয়নি।

Leave a Reply