Bengaliportal: আগামী বছরে বিধানসভা ভোটের আগে একগুচ্ছ কর্মসূচি নিয়ে বীরভূম জেলা সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে ফেরার ঠিক আগে শান্তিনিকেতনের বল্লভপুরে আদিবাসী গ্রামে গেলেন তিনি। দেখা করলেন আদিবাসী মহিলাদের সঙ্গে। শুনলেন অভাব-অভিযোগ। বোঝালেন ‘দুয়ারে সরকার’ কর্মসূচির সুযোগ-সুবিধার কথা।
মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পালটা রোড শো করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চার কিলোমিটার রোড শো’য়ে ঠিক কতটা ভিড় হবে, সেটাই তৃণমূলের কাছে ছিল বড় চ্যালেঞ্জ। তাতে অবশ্য ভিড় ছিল যথেষ্ট ভাল। তাই বীরভূম সফর সফল বলেই দাবি তৃণমূলের। রোড শো’র সাফল্যেই নতুন করে উজ্জীবিত শাসক শিবির। বুধবার সকালে কলকাতায় ফেরার আগে সোজা চলে যান শান্তিনিকেতনের বল্লভপুরের আদিবাসী গ্রামে। সেখানে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা, সে বিষয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী। ‘দুয়ারে সরকার’ কর্মসূচি সম্পর্কেও সকলকে বোঝান তিনি। আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলার পরই এলাকায় একটি দোকানে ঢুকে পড়েন তিনি। সেখানে সেই সময় রান্নাবান্না চলছিল। একেবারে ঘরের মেয়ের মতো ওই দোকানে খুন্তিও নাড়তে দেখা গিয়েছে তাঁকে।
মুখ্যমন্ত্রীর সঙ্গে একটিবার দেখার জন্য স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা মুখ্যমন্ত্রীর সফরে খুবই খুশি স্থানীয়রা। দেখা সাক্ষাতের পর সেখান থেকে হেলিকপ্টারে চড়ে সোজা কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। প্রথমে ডুমুরজলা স্টেডিয়ামে নামবেন তিনি। সেখান থেকে সোজা যাবে নবান্নে।