Bengaliportal: চলতি মাসের প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পকে জনতার কাছে পৌঁছে দিতে ঘোষণা করেছিলেন “দুয়ারে সরকার” কর্মসূচি। আজ বোলপুরের প্রশাসনিক বৈঠক থেকে তিনি উদ্বোধন করলেন আরও এক কর্মসূচির, পাড়ায় পাড়ায় সমাধান।
❒ প্রতিদিনের তাজা খবর পেতে ফেসবুক পেজ ও টেলিগ্রামে যুক্ত হন:
বোলপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আলাপন বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচির কথা ঘোষণা করেন। তিনি জানান, নতুন করে ছোট ছোট কাজের লক্ষ্যেই এই কর্মসূচি। এর সাথে বড় কোনও প্রকল্প জড়িয়ে নেই। ২১ সালের ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। গড়া হয়েছে পৃথক টাস্কফোর্সও। নতুন এই পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির স্লোগান হতে চলেছে, ‘পাড়ায় পাড়ায় সমাধান’ নতুন বছরে নতুন অভিযান’
উল্লেখ্য, দুয়ারে সরকারের বিপুল সাফল্য দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। শহর এলাকার পাশাপাশি গ্রামাঞ্চলেও ক্যাম্পগুলি হবে। স্কুল, কলেজ, কমিউনিটি হল ও গ্রাম পঞ্চায়েতে বসবে এই ক্যাম্প।