ITBP কনস্টেবল নিয়োগ 2023 – ITBP Recruitment 2023: আপনার যোগ্যতা কি মাধ্যমিক পাশ? যদি হ্যাঁ হয় তাহলে আপনার জন্য রয়েছে চাকরির দারুণ সুযোগ। ইন্দো তব্বত বর্ডার পুলিশ (ITBP), মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স (MHA) -এর মাধ্যমে ৪৫৮ টি শূন্যপদে ড্রাইভার পদে কনস্টেবল নিয়োগ করা হবে। সম্প্রতি সেই মর্মে ITBP এর তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ITBP কনস্টেবল নিয়োগ 2023 – ITBP Recruitment 2023
নিয়োগকারী সংস্থা | INDO-TIBETAN BORDER POLICE FORCE (ITBP) |
পদের নাম | Constable (Driver) |
মোট শূন্যপদ | ৪৫৮ টি। |
আবেদন মাধ্যম | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | ২৬ জুলাই, ২০২৩ |
অফিসিয়াল সাইট | itbpolice.nic.in |
ITBP কনস্টেবল নিয়োগ 2023 – ITBP Recruitment 2023
ITBP নিয়োগ 2023 পদের নাম
এখানে Contable (Driver) পদে নিয়োগ করা হবে।
ITBP কনস্টেবল নিয়োগ 2023 মোট শূন্যপদ
এই পদে মোট ৪৫৮ টি শূন্যপদ রয়েছে। (UR – ১৯৫ টি, SC – ৭৪ টি, ST – ৩৭ টি, OBC – ১১০ টি, EWS – ৪২ টি)
ITBP কনস্টেবল নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে। পাশাপাশি ভারী যানবাহনের একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে।
ITBP কনস্টেবল নিয়োগ 2023 বয়সসীমা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীর জন্ম তারিখ হতে হবে ২৭ জুলাই, ১৯৯৬ থেকে ২৬ জুলাই, ২০০২ -এর মধ্যে।
ITBP কনস্টেবল নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের এর অফিসিয়াল ওয়েবসাইটে (recruitment.itbpolice.nic.in) গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর নাম, বৈধ মোবাইল নম্বর, ইমেইল আইডি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর আবেদন ফি জমা করতে হবে। সবশেষে সাবমিট করলে আবেদন সম্পন্ন হবে।
ITBP কনস্টেবল নিয়োগ 2023 আবেদন ফি
General ক্যাটাগরি প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে। এবং SC/ST প্রার্থীদের আবেদন ফি দিতে হবে না। আবেদন ফি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে হবে।
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ জল শক্তি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি
- আরও পড়ুন: রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বেঙ্গল কেমিক্যালে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বন্দরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ আবেদন করুন
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নিয়োগ
ITBP কনস্টেবল নিয়োগ 2023 নির্বাচন প্রক্রিয়া
- Physical Efficiency Test (PET),
- Physical Standard Test (PST),
- Written Examination,
- Verification of Original Documents (Documentation),
- Practical (Skill) Test,
- Detailed Medical Examination (DME)/Review Medical Examination (RME) ইত্যাদি পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে।
ITBP কনস্টেবল নিয়োগ 2023 গুরুত্বপূর্ন তারিখ
অনলাইন আবেদন শুরু | ২৭.০৬.২০২৩ |
অনলাইন আবেদন শেষ | ২৬.০৭.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download PDF |
অফিসিয়াল ওয়েবসাইট | Visit Now |
আবেদন করুন | Apply Now |