রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ 2023 – Siliguri Municipality Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে Executive Engineer পদে নিয়োগ করানো হবে। এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে। এখানে আবেদন করা জন্য কোন রকম আবেদন মূল্য লাগবে না। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ২৭শে জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ 2023 – Siliguri Municipality Recruitment 2023
নিয়োগ সংস্থা | Siliguri Municipal Corporation |
---|---|
পদের নাম | Executive Engineer |
মোট শূন্যপদ | ০১ টি |
বেতন (₹) | ৫০,০০০/- |
চাকরির ধরন | সরকারি চাকরি |
আবেদন মোড | অফলাইন |
স্থান | দার্জিলিং পশ্চিমবঙ্গ |
ওয়েবসাইট | siligurismc.in |
রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ 2023 – Siliguri Municipality Recruitment 2023
Siliguri Municipality Recruitment 2023 পদের নাম
শিলিগুড়ি পৌরসভার পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Executive Engineer
Siliguri Municipality Recruitment 2023 মোট শূন্যপদ
Siliguri Municipal Corporation এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Executive Engineer পদে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদে নিয়োগ করানো হবে।
Siliguri Municipality Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বৈদ্যুতিক/মেকানিক্যালে BE/B.Tech কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
Siliguri Municipality Recruitment 2023 বয়সসীমা
সর্বোচ্চ ৬২ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীদের বয়সের হিসাব ধরা হবে ০১ জুন ২০২৩ তারিখ অনুযায়ী।
Siliguri Municipality Recruitment 2023 বেতন
এখানে নির্বাচিত প্রার্থীদের প্রতিমাসে ৫০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
Siliguri Municipality Recruitment 2023 আবেদন পদ্ধতি
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে Executive Engineer পদে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে একটি সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখতে হবে। তারপরে এই অ্যাপ্লিকেশন এর সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট এর জেরক্স কপি যুক্ত করতে হবে। এরপরে ২৭শে জুলাই ২০২৩ তারিখে মধ্যে নিচে উল্লেখিত ঠিকানা আবেদনপত্র জমা দিতে হবে।
Siliguri Municipality Recruitment 2023 আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য কোন প্রকার আবেদন মূল্যের প্রয়োজন নেই।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা
To, The Commissioner, Siliguri Municipal Corporation, Baghajatin Road Siliguri, Pin – 734001
Siliguri Municipality Recruitment 2023 আবেদনের শেষ তারিখ
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ২৭শে জুলাই ২০২৩
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বেঙ্গল কেমিক্যালে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বন্দরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ আবেদন করুন
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নিয়োগ
Siliguri Municipality Recruitment 2023 নির্বাচন প্রক্রিয়া
এখানে আবেদনকারী প্রার্থীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচন করা হবে।
Siliguri Municipality Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০১.০৭.২০২৩ |
আবেদন শুরু | ০১.০৭.২০২৩ |
আবেদন শেষ | ২৭.০৭.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: siligurismc.in