ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ – West Bengal DVC Recruitment 2023

West Bengal DVC Recruitment 2023
West Bengal DVC Recruitment 2023
Rate this post

রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ – West Bengal DVC Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী দামোদর ভ্যালি কর্পোরেশনে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে সব মিলিয়ে মোট ০৪ টি শূন্যপদে Executive Trainee পদে নিয়োগ করানো হবে। এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৫৬,১০০/- থেকে ১,৭৭,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে ২৩ জুলাই ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ – West Bengal DVC Recruitment 2023

নিয়োগ সংস্থাDamodar Valley Corporation (DVC)
পদের নামExecutive Trainee
মোট শূন্যপদ০৪ টি
বেতন (₹)৫৬,১০০ – ১,৭৭,৫০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানকলকাতা
ওয়েবসাইটwww.dvc.gov.in

রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ – West Bengal DVC Recruitment 2023

West Bengal DVC Recruitment 2023 পদের নাম

দামোদর ভ্যালি কর্পোরেশন এর পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Exective Trainee

West Bengal DVC Recruitment 2023মোট শূন্যপদ

DVC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Executive Trainee পদে সব মিলিয়ে মোট ০৪ টি শূন্যপদ রয়েছে।

West Bengal DVC Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের Bachelor’s Degree এবং 03 বছরের LLB Degree অথবা যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬৫ শতাংশ নাম্বার নিয়ে সমতুল্য ডিগ্ৰী কমপ্লিট করে থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

West Bengal DVC Recruitment 2023 বয়সসীমা

এখানে Executive Trainee পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ২৯ বছর বয়সের মধ্যে হতে হবে।

West Bengal DVC Recruitment 2023 বেতন

এখানে আবেদনকারী প্রার্থীদের প্রতিমাসে ৫৬,১০০/- টাকা থেকে ১,৭৭,৫০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

West Bengal DVC Recruitment 2023 আবেদন পদ্ধতি

দামোদর ভ্যালি কর্পোরেশনে Executive Trainee পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে www.dvc.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অথবা নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। তারপরে আবেদন মূল্য জমা দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে, তাহলে প্রার্থীদের এখানে অনলাইনে মাধ্যমে আবেদন সম্পন্ন হবে।

West Bengal DVC Recruitment 2023 আবেদন মূল্য

এখানে আবেদন করার জন্য সাধারণ জাতিভুক্ত প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ৩০০/- টাকা ধার্য করা হয়েছে এবং সংরক্ষিত শ্রেনী প্রার্থীদের কোন রকম আবেদন মূল্য লাগবে না।

West Bengal DVC Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

DVC এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হলো ২৩শে জুলাই ২০২৩।

West Bengal DVC Recruitment 2023 গুরুত্বপূর্ন তারিখ

বিজ্ঞপ্তি প্রকাশিত০৪.০৭.২০২৩
আবেদন শুরু০৪.০৭.২০২৩
আবেদন শেষ২৩.০৭.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিংক: Apply Here

অফিসিয়াল ওয়েবসাইট: dvc.gov.in

Leave a Reply