উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 – North Eastern Railway Recruitment 2023: যে সকল চাকরিপ্রার্থী উওর পূর্ব রেলওয়েতে শিক্ষানবিশ পদে আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিরাট সুখবর রয়েছে। এখানে উওর পূর্ব রেলওয়ে পক্ষ থেকে Apprenticeship পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ১১০৪ টি শূন্যপদ রয়েছে। ভারতের সমস্ত নাগরিক এখানে আবেদন করতে পারবেন। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ০২ আগষ্ট ২০২৩ তারিখ পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 – North Eastern Railway Recruitment 2023
নিয়োগ সংস্থা | North Eastern Railway |
---|---|
পদের নাম | Apprenticeship |
মোট শূন্যপদ | ১১০৪ টি |
বেতন (₹) | নিয়ম অনুযায়ী |
চাকরির ধরন | শিক্ষানবিশ |
আবেদন মোড | অনলাইন |
স্থান | সারা ভারত |
ওয়েবসাইট | ner.indianrailways.gov.in |
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 – North Eastern Railway Recruitment 2023
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 পদের নাম
উত্তর পূর্ব রেলওয়ের পক্ষ থেকে যে পদে নিয়োগ করানো হবে সেটি হলো – Apprenticeship
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 মোট শূন্যপদ
North Eastern Railway এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Apprenticeship পদে সব মিলিয়ে মোট ১১০৪ টি শূন্যপদ রয়েছে।
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 শিক্ষাগত যোগ্যতা
এখানে আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রার্থীদের NCVT/ SCVT যেকোনো স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে ITI কোর্স করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীরা যে ট্রেড আবেদন করবেন ওই ট্রেড সংশ্লিষ্ট বিষয়ে ITI পাশ করে থাকতে হবে। বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন।
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 বয়সসীমা
এখানে Apprenticeship পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স অবশ্যই সর্বনিম্ন ১৫ বছর থেকে সবোর্চ্চ ২৪ বছর এর মধ্যে হতে হবে। এবং প্রার্থীদের এখানে বয়সের হিসাব ধরা হবে ০২ আগষ্ট ২০২৩ তারিখ অনুযায়ী। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
এখানে Apprenticeship পদে সরাসরি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রার্থীদেরকে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইনে মাধ্যমে আবেদনপত্রটি পূরণ করতে হবে। তারপরে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো স্ক্যান করে আপলোড করতে হবে। এরপরে সব কিছু ভালোভাবে যাচাই করে দেখে নেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে।
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 আবেদন মূল্য
North Eastern Railway এর অফিসিয়াল বিজ্ঞপ্তিটি অনুসারে ১০০ টাকা প্রসেসিং ফী প্রয়োজন। SC/ST/EWS/Divyang(PwBD) এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনো প্রকার প্রসেসিং ফী প্রয়োজন নেই।
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি
- আরও পড়ুন: রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বেঙ্গল কেমিক্যালে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বন্দরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ আবেদন করুন
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নিয়োগ
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 আবেদনের শেষ তারিখ
উত্তর পূর্ব রেলওয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে Apprenticeship পদে অনলাইনের মাধ্যমে আবেদন করা শেষ তারিখ হলো ০২ আগষ্ট ২০২৩।
উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ 2023 গুরুত্বপূর্ন তারিখ
বিজ্ঞপ্তি প্রকাশিত | ০৩.০৭.২০২৩ |
আবেদন শুরু | ০৩.০৭.২০২৩ |
আবেদন শেষ | ০২.০৮.২০২৩ |
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
আবেদন লিংক: Apply Here
অফিসিয়াল ওয়েবসাইট: ner.indianrailways.gov.in