ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 – Jhargram District Court Recruitment 2023

Jhargram District Court Recruitment 2023
Jhargram District Court Recruitment 2023
Rate this post

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 – Jhargram District Court Recruitment 2023: রাজ্যের আদালতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা কম রাখার কারণে প্রায় সকল চাকরিপ্রার্থীই এখানে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের সমস্ত জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

Table of Contents

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 – Jhargram District Court Recruitment 2023

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 পদ

স্টেনোগ্রাফার (Stenographer)

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 শূন্যপদ

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এর সাথে স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা / সার্টিফিকেট থাকতে হবে। এছাড়াও, প্রার্থীদের কম্পিউটার এবং প্রিন্টিং অপারেশন এই দুই বিষয়ে জ্ঞান এবং দক্ষতা থাকতে হবে।

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 বয়সসীমা

এই পদের জন্য 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন। তবে, সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। প্রার্থীরা ঝাড়গ্রাম জেলার বাসিন্দা হলে অগ্রাধিকার পাবেন।

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 বেতনক্রম

এই পদের জন্য প্রার্থীকে মাসিক 13,500 টাকা করে দেওয়া হবে। এর সাথে 3% করে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হবে।

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 নিয়োগ পদ্ধতি 

এখানে দুই ধাপে পরীক্ষা নিয়ে প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে। প্রথম পর্যায়ে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করতে দেওয়া হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় পর্যায়ে আরেকটি পরীক্ষা নেওয়া হবে। দ্বিতীয় পরীক্ষাটি হবে স্টেনোগ্রাফি এবং কম্পিউটার বিষয় দুটির উপর। দুটি পরীক্ষার শেষে একটি মেরিট লিস্ট প্রকাশ করে সেখান থেকে প্রার্থী নির্বাচন করা হবে।

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 আবেদন পদ্ধতি

আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। প্রার্থীরা কিভাবে আবেদন করবে তা জেনে নিন? প্রার্থীকে একটি সাদা কাগজে নিজের আবেদন জানিয়ে তার সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, ভোটার কার্ড/ আধার কার্ড জেরক্স, 3 কপি পাসপোর্ট রঙিনতে সই করে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন। 

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 আবেদন মূল্য

প্রার্থীদের 350 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 নিয়োগের স্থান 

পশ্চিমবঙ্গ রাজ্যের ঝাড়গ্রাম জেলার আদালতে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে।

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 আবেদন মূল্য পাঠাবার ঠিকানা

40220933200, IFSC Code no. SBIN0000103, of State Bank of India, Jhargram

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 আবেদন জমা দেওয়ার ঠিকানা

The Chairman, District Legal Services Authority, Jhargram”. Address:-District Judges’ Court Complex, Jhargram, Pin-721507

ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023 আবেদনের তারিখ

31 জুলাই, 2023 তারিখের বিকেল 5 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply