IBPS ক্লার্ক নিয়োগ 2023 – IBPS Clerk Recruitment 2023: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS) সর্বভারতীয় ক্লার্ক পদে নিয়োগের জন্য ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ, ibps.in- এ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে আবেদন করতে আগ্রহী প্রার্থীদের 21 জুলাই, 2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
IBPS ক্লার্ক নিয়োগ 2023 – IBPS Clerk Recruitment 2023
IBPS নিয়োগ 2023 পদ
ক্লার্ক পদে নিয়োগ হবে।
IBPS ক্লার্ক নিয়োগ 2023 মোট শূন্যপদ
এখানে মোট 4545 টি শূন্যপদ রয়েছে।
এর মধ্যে Bank of India তে রয়েছে 335 টি, Central Bank of India তে 2000 টি, Punjab & Sind Bank এ 210 টি, Punjab National Bank এ 1500 টি এবং Canara Bank এ 500 টি শূন্যপদ।
IBPS ক্লার্ক নিয়োগ 2023 যোগ্যতা
ভারতীয় নাগরিক হতে হবে এবং যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন প্রার্থীরা। কম্পিউটার দক্ষতা থাকতে হবে। যে রাজ্যে প্রার্থীরা আবেদন করতে চাইছেন, সেই রাজ্যের ভাষা জানতে, লিখতে এবং পড়তে পারতে হবে।
IBPS ক্লার্ক নিয়োগ 2023 বয়সসীমা
20 থেকে 28 বছরের মধ্যে যাদের বয়স, তারা এই ট্রেনিংএ আবেদন করতে পারবেন। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
IBPS ক্লার্ক নিয়োগ 2023 বেতনক্রম
ব্যাঙ্কের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে।
IBPS ক্লার্ক নিয়োগ 2023 নিয়োগ পদ্ধতি
নিয়োগ করা হবে প্রিলিমিনারি এবং মেনস এই দুটি পরীক্ষার উপর ভিত্তি করে। English, Reasoning Ability, Numerical Ability নিয়ে প্রিলিমিনারি পরীক্ষা হবে।
অন্যদিকে, মেনস পরীক্ষায় থাকবে General/ Financial Awareness, General English, Reasoning Ability & Computer Aptitude এবং Quantitative Aptitude বিষয়গুলি।
IBPS ক্লার্ক নিয়োগ 2023 আবেদন পদ্ধতি
অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য www.ibps.in ওয়েবসাইটে গিয়ে ‘Registration Form (Online)’ অপশনটিতে ক্লিক করতে হবে। তারপর আবেদনপত্রটি নিজের সমস্ত তথ্য দিয়ে ফিলাপ করতে হবে। এর পরে একে একে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। সাথে আপলোড করতে হবে নিজের স্বাক্ষর। সব শেষে আবেদন মূল্য জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে।
- আরও পড়ুন: ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ITBP কনস্টেবল নিয়োগ 2023
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ জল শক্তি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: উত্তর পূর্ব রেলে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরি
- আরও পড়ুন: রাজ্যের পৌরসভায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বেঙ্গল কেমিক্যালে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পাওয়ার গ্রিড কর্পোরেশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে জেলা আদালতে ক্লার্ক ও স্টেনোগ্রাফার নিয়োগ
- আরও পড়ুন: কলকাতা বন্দরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে কৃষি বিভাগে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ব্যাংকে ক্লার্ক পদে নিয়োগ আবেদন করুন
- আরও পড়ুন: ইন্ডিয়ান অয়েলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নিয়োগ
IBPS ক্লার্ক নিয়োগ 2023 আবেদন মূল্য
এখানে আবেদন করার জন্য UR, EWS এবং OBC প্রার্থীদের 850 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে। অন্যদিকে, SC /ST /PWD দের 175 টাকা আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।
IBPS ক্লার্ক নিয়োগ 2023 আবেদনের তারিখ
21/07/2023 তারিখের 23.59 pm এর মধ্যে এখানে আবেদন করে ফেলতে হবে।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
অনলাইনে আবেদন: Apply Now
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here