ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ – IGNOU Recruitment 2023

IGNOU Recruitment 2023
IGNOU Recruitment 2023
Rate this post

ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ – IGNOU Recruitment 2023: চাকরিপ্রার্থীদের (Jobseekers) জন্য সুখবর। IGNOU অর্থাৎ Indira Gandhi National Open University তে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত (Notification Published on Website) হয়েছে। ভারতের যেকোনো রাজ্যের নাগরিকরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ – IGNOU Recruitment 2023

IGNOU Recruitment 2023 পদের নাম

i) Technical Assistant

ii) Technical Manager

IGNOU Recruitment 2023 শূন্যপদ

১২টি।

IGNOU Recruitment 2023 বেতনক্রম

  • Technical Assistant: প্রতি মাসে বেতন দেওয়া ৯৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকার মধ্যে।
  • Technical Manager: প্রতি মাসে বেতন মিলবে ১৫,৬০০ টাকা থেকে ৩৯,১০০ টাকা পর্যন্ত।

শিক্ষাগত যোগ্যতা

i) আবেদনে ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MCA /Computer Science অর্থাৎ CS/ Information Technology অর্থাৎ IT Bachelor of Technology অর্থাৎ B. Tech বা Bachelor of Engineering Degree ডিগ্রি থাকতে হবে।

ii) এছাড়াও প্রার্থীর CS -এ Masters থাকলেও আবেদন করা যাবে।

IGNOU Recruitment 2023 বয়সসীমা

  • Technical Assistant: প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।
  • Technical Manager: প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪২ বছরের মধ্যে হতে হবে।

IGNOU Recruitment 2023 আবেদন প্রক্রিয়া

i) প্রার্থীকে প্রথমে IGNOU -র ওয়েবসাইটে (Website) যেতে হবে।

ii) ওয়েবসাইটে গিয়ে ‘Homepage’ থেকে যেতে হবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।

iii) বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন (Online Registration) প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

IGNOU Recruitment 2023 আবেদনের শেষ তারিখ

আগামী ৮ অগস্ট পর্যন্ত

Important Links

Official Notice: Click Here

Official Website: Click Here

Leave a Reply