ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কর্মী নিয়োগ – Indian Military Academy Recruitment 2023: সম্প্রতি ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেহরাদুনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে এমটি ড্রাইভার (গ্রেড ৩) এবং এমটি ড্রাইভার (গ্রেড ওজি) পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেহরাদুনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কর্মী নিয়োগ – Indian Military Academy Recruitment 2023
সংস্থা | ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেহরাদুন |
পদের নাম | এমটি ড্রাইভার (গ্রেড ৩) এবং এমটি ড্রাইভার (গ্রেড ওজি) |
শূন্যপদের সংখ্যা | ১৩ |
কাজের স্থান | বিশদ দেখুন |
নির্বাচন পদ্ধতি | বিশদ দেখুন |
আবেদন প্রক্রিয়া শুরু | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ দেখুন |
বেতনক্রম | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ তারিখ | বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে |
ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কর্মী নিয়োগ – Indian Military Academy Recruitment 2023
Indian Military Academy Recruitment 2023 শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এমটি ড্রাইভার (গ্রেড ৩)- ১০
এমটি ড্রাইভার (গ্রেড ওজি)- ৩
Indian Military Academy Recruitment 2023 বয়সসীমা
প্রার্থীদের বয়স ৫৬ বছরের মধ্যে হতে হবে।
Indian Military Academy Recruitment 2023 বেতন
এমটি ড্রাইভার (গ্রেড ৩)- ২৫৫০০ টাকা থেকে ৮১১০০ টাকা
এমটি ড্রাইভার (গ্রেড ওজি)- ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা
Indian Military Academy Recruitment 2023 আবেদন পদ্ধতি
প্রার্থীদের নির্ধারিত ফরম্যাট অনুযায়ী আবেদনপত্র পূরণ করে, প্রয়োজনীয় নথিসহ তা পাঠিয়ে দিতে হবে ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি দেহরাদুনের ঠিকানায়।
- আরও পড়ুন: দক্ষিণ পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: স্টিল কারখানায় কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এ কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ভারত পেট্রোলিয়ামে নিয়োগ 2023
- আরও পড়ুন: কেন্দ্রীয় তথ্য সম্প্রচার দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: IBPS ক্লার্ক নিয়োগ 2023
- আরও পড়ুন: ন্যাশনাল হাইওয়ে অথরিটিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ITBP কনস্টেবল নিয়োগ 2023
Indian Military Academy Recruitment 2023 আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের ৪৫ দিনের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।