ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এ কনস্টেবল স্টেনোগ্রাফার নিয়োগ – BPRD Constable and Stenographer Recruitment: বুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (BPRD) অফিসে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হবে অফলাইনে। এটি একটি ট্রান্সফারেবল চাকরি, অর্থাৎ নির্বাচিত প্রার্থীদের দেশের যে কোনো পুলিশ ট্রেনিং অফিসে যোগদান করতে হতে পারে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এ কনস্টেবল স্টেনোগ্রাফার নিয়োগ – BPRD Constable and Stenographer Recruitment
BPRD Constable and Stenographer Recruitment পদ
এখানে বহু ধরনের পদ রয়েছে। যেমন:
1. Principle Scientific Officer (Weapons)
2. Assistant Director
3. Senior Scientific Officer Grade I
4. Senior Scientific Assistant
5. Senior Investigator
6. Research Assistant
7. Stenographer Grade-I/PA
8. Junior Investigator
9. Instructor/Faculty
10. Drill Instructor
11. Inspector (Demo)
12. Drivers সহ আরও অন্যান্য। বিশদভাবে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
BPRD Constable and Stenographer Recruitment শূন্যপদ
এখানে বিভিন্ন শূন্যপদ মিলিয়ে মোট 79 টি শূন্যপদ রয়েছে।
BPRD Constable and Stenographer Recruitment শিক্ষাগত যোগ্যতা
এখানে বহু ধরনের পোস্ট আছে। প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো নির্দিষ্ট পদে আবেদন করার জন্য সেই পদের জন্য যে যোগ্যতা চাওয়া সম্পর্কে বিস্তারিত জানতে হলে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন।
BPRD Constable and Stenographer Recruitment বয়সসীমা
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
BPRD Constable and Stenographer Recruitment বেতনক্রম
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
BPRD Constable and Stenographer Recruitment নিয়োগ পদ্ধতি
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
- আরও পড়ুন: রাজ্যে জেল পুলিশ নিয়োগ ২০২৩
- আরও পড়ুন: কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ
- আরও পড়ুন: পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: মাধ্যমিক – উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ সি – ডি কর্মী নিয়োগ
- আরও পড়ুন: JSSC শিক্ষক নিয়োগ 2023
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের রেভিনিউ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: WBPSC -র মাধ্যমে রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য জুড়ে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: দক্ষিণ পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023
BPRD Constable and Stenographer Recruitment আবেদন পদ্ধতি
অফলাইনে আবেদন করতে হবে এখানে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের পাসপোর্ট সাইজের ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে নীচের ঠিকানায়।
আবেদন জমা দেওয়ার ঠিকানা
Additional Deputy Director (Estt), Bureau of Police Research & Development, NH-48, Mahipalpur, New Delhi-110037
তবে, ইমেলের মাধ্যমেও আবেদন করা যাবে। এর জন্য আবেদন ফর্মের সাথে প্রয়োজনীয় নথি জুড়ে একটি পিডিএফ বানাতে হবে। সেই পিডিএফ টি পাঠিয়ে দিতে হবে নীচের ইমেল আইডিতে।
ইমেল আইডি: [email protected]
BPRD Constable and Stenographer Recruitment আবেদনের তারিখ
7 অগাস্ট, 2023 তারিখ পর্যন্ত এখানে আবেদন করা যাবে।
Important Links
অফিসিয়াল নোটিশ: Download
আবেদন করার ফর্ম: Download
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here