মাধ্যমিক – উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ সি – ডি কর্মী নিয়োগ – WB DM Office Group C Recruitment 2023: চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এবার রাজ্যে ডিএম অফিসের তরফে একই সঙ্গে গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।
মাধ্যমিক – উচ্চমাধ্যমিক পাশে গ্রুপ সি – ডি কর্মী নিয়োগ – WB DM Office Group C Recruitment 2023
WB DM Office Recruitment 2023 নিয়োগকারী সংস্থা
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের জেলা লেভেলে ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি।
WB DM Office Recruitment 2023 পদের নাম
মূলত বেশ কয়েক ধরনের গ্রুপ সি, ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে পদ অনুযায়ী বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে।
WB DM Office Recruitment 2023 পদ
গ্রুপ ডি লেভেল
WB DM Office Recruitment 2023 বিভিন্ন পদ
এই গ্রুপ ডি লেভেলের পদের অধীনে বিভিন্ন পদ রয়েছে। যেমন,
- কুক
- হেল্পার কাম নাইট ওয়াচম্যান
- নার্স অফ এসএএ
WB DM Office Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
এগুলি পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ।
WB DM Office Recruitment 2023 প্রার্থীর বয়সসীমা
কুক ও হেল্পার কাম নাইট ওয়াচম্যান পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে 18-40 বছর বয়সের মধ্যে। এবং নার্স অফ এসএএ পদের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা হলো 23-40 বছর বয়সের মধ্যে।
WB DM Office Recruitment 2023 মাসিক বেতন
উপরের তিন ধরনের পদেই নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 12,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
WB DM Office Recruitment 2023 পদ
গ্রুপ সি লেভেল
WB DM Office Recruitment 2023 পদের বিবরণ
এর মধ্যে প্রধান দুই ধরনের পদ রয়েছে। যেমন,
- চাইল্ড ওয়েলফেয়ার অফিসার
- হাউজ মাদার
WB DM Office Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা
হাউজ মাদার পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ। অন্যদিকে, চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
WB DM Office Recruitment 2023 প্রার্থীর বয়সসীমা
দুই ধরনের পদেই আবেদনের ক্ষেত্রে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
WB DM Office Recruitment 2023 মাসিক বেতন
চাইল্ড ওয়েলফেয়ার অফিসার পদে আবেদনের জন্য মাসিক বেতন 23,170/- টাকা এবং হাউজ মাদার পদের ক্ষেত্রে মাসিক বেতন 14,564/- টাকা।
WB DM Office Recruitment 2023 আবেদন পদ্ধতি
নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ফিলাপ করে নিন। যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সমেত এগুলি সব নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
- আরও পড়ুন: JSSC শিক্ষক নিয়োগ 2023
- আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারের রেভিনিউ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান সিকিউরিটি প্রেসে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: WBPSC -র মাধ্যমে রাজ্যে কৃষি দপ্তরে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: রাজ্য জুড়ে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে কর্মী নিয়োগ
- আরও পড়ুন: দক্ষিণ পূর্ব রেলে প্রচুর কর্মী নিয়োগ
- আরও পড়ুন: কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: মাধ্যমিক পাশে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ 2023
- আরও পড়ুন: ঝাড়গ্রাম জেলা আদালতে কর্মী নিয়োগ 2023
WB DM Office Recruitment 2023 আবেদনের সময়সীমা
আগামী 07/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।
Important Links
অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট: Click Here