ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ – Ramakrishna Mission Recruitment 2023

Ramakrishna Mission Recruitment 2023
Ramakrishna Mission Recruitment 2023
Rate this post

রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ – Ramakrishna Mission Recruitment 2023: রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুরে একটি নন টিচিং শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। এখানের নিয়োগটি চুক্তি ভিত্তিক। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ – Ramakrishna Mission Recruitment 2023

Ramakrishna Mission Recruitment 2023 পদ

অ্যাকাউন্টেন্ট / Accountant

রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ শূন্যপদ 

এখানে মোট 1 টি শূন্যপদ রয়েছে।

Ramakrishna Mission Recruitment 2023 শিক্ষাগত যোগ্যতা

এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই পুরুষ হতে হবে। নূন্যতম B.Com পাশ করে থাকতে হবে। এছাড়াও অ্যাকাউন্টস, কম্পিউটার অপারেশন, ইন্টারনেট, টাইপিং এবং ই-কমিউনিকেশন, ট্যালি, G.S.T এর সাথে এবং অন্যান্য কর সম্পর্কিত বিষয়ে সম্যক জ্ঞান থাকতে হবে।

রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ বয়সসীমা 

এই পদের জন্য সর্বোচ্চ 40 বছরের মধ্যে যাদের বয়স, তারা আবেদন করতে পারবেন।

Ramakrishna Mission Recruitment 2023 বেতনক্রম

এই পদের জন্য প্রার্থীকে মাসিক 17,550 টাকা করে দেওয়া হবে।

রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ নিয়োগ পদ্ধতি 

এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে।

Ramakrishna Mission Recruitment 2023 আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। আবেদন করার জন্যে নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে হবে। সেটি প্রিন্ট করিয়ে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিলাপ করতে হবে। ফর্মের সাথে প্রয়োজনীয় নথি অর্থাৎ, পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করতে হবে। এরপর নিজেদের দুই কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি হাতে করে দিয়ে আসতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্যও।

আবেদন জমা দেওয়ার ঠিকানা

Ramakrishna Mission Vidyalaya
(A Residential School for boys with H. S. Section)
Narendrapur, Kolkata-700103

রামকৃষ্ণ মিশনে কর্মী নিয়োগ আবেদন মূল্য 

প্রার্থীদের 200 টাকা করে আবেদন মূল্য বাবদ জমা দিতে হবে।

Ramakrishna Mission Recruitment 2023 আবেদনের তারিখ

28 জুলাই, 2023 তারিখের বিকেল 4.30 টা পর্যন্ত এখানে আবেদন করা যাবে।

Important Links

অফিসিয়াল নোটিশ: Download

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply