ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

মাধ্যমিক পাশে অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ – Assam Rifles Tradesmen Recruitment 2023

Assam Rifles Tradesmen Recruitment 2023
Assam Rifles Tradesmen Recruitment 2023

মাধ্যমিক পাশে অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ – Assam Rifles Tradesmen Recruitment 2023: পশ্চিমবঙ্গের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করে থাকা চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সুখবর। অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল অসম রাইফেলস এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে সব মিলিয়ে মোট ৬১৬ টি শূন্য পদে অসম রাইফেলস টেকনিকেল এবং ট্রেডসম্যান নিয়োগ করা হবে। প্রার্থীরা এখানে আগামী ১৯এই মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। Assam Rifles Tradesmen Recruitment 2023-তে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, আবেদন করার পদ্ধতি এবং প্রার্থী নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে.

মাধ্যমিক পাশে অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ – Assam Rifles Tradesmen Recruitment 2023

নিয়োগ সংস্থাOffice of the Director General Assam Rifles
পদের নামট্রেডসম্যান
মোট শূন্যপদ৬১৬টি
বেতন (₹)নিয়ম অনুযায়ী
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটassamrifles.gov.in

অসম রাইফেলসে ট্রেডসম্যান নিয়োগ ২০২৩ – Assam Rifles Tradesmen Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে অফিস অফ দ্য ডাইরেক্টর জেনারেল অসম রাইফেলস এর পক্ষ থেকে অসম রাইফেলস টেকনিকেল এবং ট্রেডসম্যান নিয়োগ করা হবে। প্রতিটি পদের নাম নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • Clerk
  • Religious Teacher
  • Electrician
  • Plumber
  • Female Safai
  • Cook

মোট শূন্যপদ (Total Vacancy)

এখানে সব মিলিয়ে মোট ৬১৬টি শূন্যপদ রয়েছে এবং পশ্চিমবঙ্গ রাজ্যে মোট ১২টি শূন্যপদ রয়েছে।

রাজ্যের নামশূন্যপদের সংখ্যারাজ্যের নামশূন্যপদের সংখ্যা
আন্দামান ও নিকোবরঅন্ধ্র প্রদেশ২৫ টি
অরুণাচল প্রদেশ৩৪ টিআসাম১৮ টি
বিহার৩০ টিচণ্ডীগড়
ছত্তিশগড়১৪ টিদিল্লী০৪ টি
দমন ও দিউগোয়া০৩ টি
গুজরাট২৭ টিহরিয়ানা০৪ টি
হিমাচল প্রদেশ০১ টিJ&K১০ টি
ঝাড়খণ্ড১৭ টিকর্ণাটক১৮ টি
কেরালা২১ টিলাক্ষাদ্বীপ০১ টি
মধ্য প্রদেশ১২ টিমহারাষ্ট্র২০ টি
মণিপুর৩৩ টিমেঘালয়০৩ টি
মিজোরাম৮৮ টিনাগাল্যান্ড৯২ টি
ওড়িশা২১ টিপুদুচেরি০২ টি
পাঞ্জাব১২ টিরাজস্থান০৯ টি
সিকিম০১ টি
তামিলনাড়ু২৬ টিতেলেঙ্গানা২৭ টি
ত্রিপুরা০৪ টিউত্তর প্রদেশ২৫ টি
উত্তরাখণ্ড০২ টিপশ্চিমবঙ্গ১২ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Assam Rifles Tradesmen Recruitment 2023-তে প্রতিটি পদে আবেদন করার জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। এখানে যথাক্রমে যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস এবং আরো অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। পদ অনুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে পড়ে দেখুন।

বয়সসীমা (Age Limit)

Assam Rifles Tradesmen Recruitment 2023-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে বেশিরভাগ পদে আবেদন করার জন্য আবেদনকার ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে এবং কিছু কিছু ওদের ক্ষেত্রে বয়সসীমা রয়েছে ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত। এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ব্যবস্থাও রয়েছে।

আবেদন পদ্ধতি (Assam Rifles Tradesmen Recruitment 2023 Apply Online)

আগ্রহী ও যোগ্য প্রার্থী এখানে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য প্রথমে নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। তারপর যে পোদের জন্য আবেদন করতে চান ওই পোস্টটি বেছে নিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টগুলো স্ক্যান করে আপলোড করতে হবে এবং আবেদন মূল্য জমা করতে হবে। আবেদন সম্পন্ন হলে আবেদন সংক্রান্ত তথ্য সংরক্ষিত/প্রিন্ট করে রাখতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে Group-B পদে আবেদন করার জন্য ২০০/- টাকা এবং Group-C পদে আবেদন করার জন্য ১০০/- টাকা ধার্য করা হয়েছে। SC/ ST/ Female/ ESM পর্থীদের ক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য প্রয়োজন নেই। এখানে ব্যাংক ডিপোজিট এর মাধ্যমে আবেদনমূল্য জমা করতে হবে, ব্যাংক একাউন্টের তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া রয়েছে।

আবেদনের শেষ তারিখ (Assam Rifles Tradesmen Recruitment 2023 Last Date)

প্রার্থীরা এখানে ১৭ই ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

Assam Rifles Tradesmen Recruitment 2023-তে আবেদনকারী চাকরি প্রার্থীদের পাঁচটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। জন্য নির্বাচন প্রক্রিয়া নিম্নলিখিত ধাপগুলি নিচের তালিকায় উল্লেখ করা হয়েছে।

  • শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT) এবং শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  • দক্ষতা পরীক্ষা/বাণিজ্য পরীক্ষা
  • লিখিত পরীক্ষা
  • ডকুমেন্ট ভেরিফিকেশন
  • মেডিকেল পরীক্ষা

এখানে আবেদন করার জন্য প্রয়োজনীয় শারীরিক মাপ, পরীক্ষার নিয়মাবলী এবং সিলেবাস সম্পর্কিত তথ্য বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে পড়ে দেখবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত২০.০১.২০২৩
আবেদন শুরু১৭.০২.২০২৩
আবেদন শেষ১৯.০৩.২০২৩

প্রয়োজনীয় লিঙ্ক (Important Links)

  • অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF
  • আবেদন লিঙ্ক: Apply Here
  • অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply