ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

রাজ্যে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ – West Bengal Clerk Recruitment 2023

West Bengal Clerk Recruitment 2023
West Bengal Clerk Recruitment 2023
Rate this post

রাজ্যে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ – West Bengal Clerk Recruitment 2023: রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আরও এক নতুন নিয়োগের সুখবর। রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে ডাটা এন্ট্রি অপারেটর পদ সহ আরও বিভিন্ন পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মূলত ক্লার্ক লেভেল পদেই নিয়োগের জন্যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হল।

রাজ্যে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ – West Bengal Clerk Recruitment 2023

West Bengal Clerk Recruitment 2023 পদ

মূলত দুই ধরনের পদে নিয়োগ করা হবে কর্মী।  LDC Cum Typist ও Bench Clerk এই উভয় পদে নিযুক্ত করা হবে। তবে কোন পদে কত রয়েছে শূন্যপদ তা বিস্তারিত ভাবে জেনেনিয়ে করুন আবেদন। 

রাজ্যে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ শিক্ষাগত যোগ্যতা

উল্লেখিত উভয় পদের ক্ষেত্রে আবেদন করার জন্যে যোগ্যতা লাগবে ভিন্ন ভিন্ন। যে সমস্ত প্রার্থীরা LDC Cum Typist এই পদে আবেদন করতে চাইছে তাদের নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। আরা যারা Bench Clerk পদে আবেদন করতে আগ্রহী উচ্চমাধ্যমিক পাশ করতে হবে তাহলে করা যাবে আবেদন। তবে উভয় পদের ক্ষেত্রেই কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে করা যাবে আবেদন। 

West Bengal Clerk Recruitment 2023 বেতন

প্রতি মাসে ১৩,৫০০ টাকা দেওয়া হবে। 

রাজ্যে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ বয়স

আবেদন করার জন্যে প্রার্থীকে ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে LDC Cum Typist ও Bench Clerk পদে আবেদন করা যাবে। 

West Bengal Clerk Recruitment 2023 আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সরাসরি অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। অনলাইনে আবেদন করার জন্যে প্রথমে বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রটি ফিলাপ করতে হবে‌। তারপর PDF Format করে সেটি [email protected] এতে সেন্ড করতে হবে। 

রাজ্যে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ আবেদন শেষ

২ মার্চ ২০২৩ 

Important Links

Official Notice: Download

Official Website: Click Here

Leave a Reply