ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি – Anant Merit Scholarship 2022

Anant Merit Scholarship 2022
Anant Merit Scholarship 2022
Rate this post

অনন্ত মেরিট স্কলারশিপ 2022: অনন্ত মেরিট স্কলারশিপ হল অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ (Anant Education Initiative) এর তরফে আয়োজিত একটি স্কলারশিপ। এই স্কলারশিপটি সাধারণত পশ্চিমবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রদান Anant Merit Scholarship 2022 করা হয়ে থাকে, যাতে তারা সঠিকভাবে শিক্ষালাভ করতে পারে। ২০১১ সাল থেকে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ (Anant Education Initiative) এর তরফে এই স্কলারশিপটি প্রয়োজনশীল এবং যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের প্রদান করা থাকে।

আজ আমরা আবারও আপনাদের সকলের জন্য নিয়ে এসেছি আরও একটি নতুন স্কলারশিপের আপডেট। এই স্কলারশিপের সংবাদটি সেই সকল ছাত্র-ছাত্রীদের জন্য যারা সদ্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন অথবা উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হওয়ার পর কোনো কোর্সে ভর্তি হয়েছেন। চলুন তবে দেখে নেওয়া যাক, এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে যোগ্যতা কি কি, এবং প্রয়োজনীয় তথ্যগুলি।

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি – Anant Merit Scholarship 2022

বিষয়বিবরণ
স্কলারশিপের নামAnanta Merit Scholarship
স্কলারশিপ কর্তৃপক্ষAnanta Education Initiative
স্কলারশিপপের উপযুক্ত কোর্সমাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রী।
আবেদনের প্রক্রিয়াঅনলাইন এবং অফলাইন উভয়
অফিসিয়াল ওয়েবসাইটanantaeducation.org

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা

1. আবেদনকারী ছাত্র-ছাত্রীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হতে হবে।

2. শিক্ষার্থীকে অবশ্যই ৭০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে।

3. আবেদনকারী শিক্ষার্থীর পরিবারের বার্ষিক আয় ৬০,০০০ টাকার বেশি হলে সেই শিক্ষার্থী এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

4. সমগ্র স্কলারশিপের ৫০ শতাংশ অবশ্যই মেধাবী ছাত্রীদের প্রাপ্য।

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 আর্থিক অনুদানের পরিমাণ

এই স্কলারশিপে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের প্রতি মাসে ৫০০০-৬০০০ টাকা প্রদান করা হয় অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ এর তরফে। এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়। এছাড়াও প্রয়োজনশীল ছাত্র-ছাত্রীদের ল্যাপটপও প্রদান করা হয়ে থাকে।

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 আবেদন পদ্ধতি – Anant Merit Scholarship 2022

এই স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীরা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতেই আবেদন করতে পারবেন।

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 অনলাইনে আবেদনের পদ্ধতি

1. অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রথমেই আপনাকে অনন্ত মেরিট স্কলারশিপ (Ananta Merit Scholarship) এর অফিসিয়াল ওয়েবসাইট www.ananteducation.org এ যেতে হবে।

2. এরপর রেজিস্ট্রেশন স্কলারশিপ (Registration Scholarship) অপশনে ক্লিক করুন।

3. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে আপনার নাম, বৈধ ফোন নম্বর, ইমেইল, ঠিকানা, পরিবারের বার্ষিক আয় সহ সমস্ত তথ্যগুলি সঠিকভাবে প্রদান করুন।

4. এরপর সমস্ত প্রয়োজনীয় নথিগুলো ওয়েবসাইটে আপলোড করুন।

5. সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় নথিগুলো আপলোড করে সাবমিট বটনে ক্লিক করলেই ফর্মটি সফলভাবে সাবমিট হয়ে যাবে।

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 অফলাইনে আবেদনের পদ্ধতি

1. অফলাইনে আবেদনের ক্ষেত্রে আপনাকে আবেদনপত্রটি পোস্টের মাধ্যমে পাঠাতে হবে।

2. প্রথমেই আপনাকে অনন্ত মেরিট স্কলারশিপ (Ananta Merit Scholarship) এর অফিসিয়াল ওয়েবসাইট www.ananteducation.org এ যেতে হবে।

3. এরপর ডাউনলোড ফর্ম (DOWNLOAD FORM) অপশনে ক্লিক করে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করতে হবে।

4. এরপর ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে।

5. এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলো এবং আপনার ফটো ফর্মটিতে অ্যাটাচ করতে হবে।

6. এরপর ফর্মটি পোস্টের মাধ্যমে সঠিক ঠিকানায় পাঠাতে হবে।

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

ANANT EDUCATION INITIATIVE
Infinity Think Tank, Tower II, 3rd Floor,
Plot A3, Block GP, Sector V, Salt Lake,
Kolkata – 700091

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি

1. পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট।

2. আবেদনকারীর BPL কার্ডের কপি।

3. মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিটের অ্যাটেস্টেড কপি।

4. রেশন কার্ড/ ঠিকানার প্রমাণপত্রের অ্যাটেস্টেড কপি।

5. জন্মের শংসাপত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ উচ্চমাধ্যমিকের অ্যাডমিট কার্ড/ বার্থ সার্টিফিকেট)

6. শারীরিক প্রতিবন্ধকতার প্রমাণপত্র।

7. আধার কার্ডের অ্যাটেস্টেড কপি।

8. ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি।

অনন্ত মেরিট স্কলারশিপ 2022 নির্বাচন পদ্ধতি – Anant Merit Scholarship 2022

আবেদনকারীর আবেদনপত্রগুলো তাদের নম্বর এবং পরিবারের বার্ষিক আয়ের নিরিখে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভ এর বিশেষজ্ঞদের দ্বারা বিবেচনা করা হবে। এরপর নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের অফিসে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টের সমস্ত তথ্য নেওয়া হবে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের তরফে। এরপর প্রতি মাসে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের অ্যাকাউন্টে অনুদান পাঠানো হবে।

Leave a Reply