ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বিডিও অফিসে ডাটা-এন্ট্রি-অপারেটর নিয়োগ 2023 – BDO Office Data-Entry-Operator Recruitment 2023

BDO Office Data-Entry-Operator Recruitment 2023
BDO Office Data-Entry-Operator Recruitment 2023
Rate this post

বিডিও অফিসে ডাটা-এন্ট্রি-অপারেটর নিয়োগ 2023 – BDO Office Data-Entry-Operator Recruitment 2023: পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার মিড-ডে-মিল প্রকল্পের অধীনে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট ০১ টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যে এখানে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন চলবে আগামী ২৬ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

বিডিও অফিসে ডাটা-এন্ট্রি-অপারেটর নিয়োগ 2023 – BDO Office Data-Entry-Operator Recruitment 2023

নিয়োগ সংস্থাNalhati-II Devlopment Block, Lohapur, Birbhum
পদের নামData Entry Operator
মোট শূন্যপদ০১ টি
বেতন (₹)১৩,০০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅফলাইন
স্থানবীরভূম
ওয়েবসাইটbirbhum.gov.in

পদের নাম (Post Name)

পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অধীনে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করানো হবে।

মোট শূন্যপদ (Total Vacancy)

Birbhum District Data Entry Operator Vacancy 2023 তে সব মিলিয়ে মোট ০১ টি শূন্যপদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

Birbhum District Data Entry Operator Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন, সঙ্গে কম্পিউটার কাজের সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য।

বয়সসীমা (Age Limit)

Birbhum District Data Entry Operator Recruitment 2023 তে আবেদন করা জন্য প্রার্থীদের বয়সসীমা সর্বনিম্ম ২১ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সে মধ্যে হতে হবে। এছাড়াও এখানে সরকারি নিয়ম অনুযায়ী বয়স ছাড়ের ব্যবস্থা রয়েছে।

বেতন (Salary)

বীরভূম জেলার মিড ডে মিল প্রকল্পে অধীনে ডাটা এন্ট্রি অপারেটর পদে নির্বাচন প্রার্থীদের প্রতিমাসে ১৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে।

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অফলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীরা প্রথমে বয়সের প্রমানপএ, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, বায়োডাটা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো যুক্ত করতে হবে। তারপরে প্রার্থীরা একটি মুখবন্ধ খামে ভরে নিজে গিয়ে অথবা পোস্ট অফিসে মাধ্যমে নিচে উল্লেখিত ঠিকানা সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে।

আবেদনপত্র জমা করার ঠিকানা

Block Development Officer, Nalhati – ll Development Block, Lohapur, Birbhum

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

Birbhum District Data Entry Operator Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদন করা শেষ তারিখ হলো ২৬ এপ্রিল ২০২৩ তারিখ পর্যন্ত অফলাইনে মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে প্রাপ্ত আবেদনপত্রের সংখ্যার উপর ভিত্তি করে নির্বাচন পক্রীয়া নির্ধারণ করা হবে।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১৩.০৪.২০২৩
আবেদন শুরু১৩.০৪.২০২৩
আবেদন শেষ২৬.০৪.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply