ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ – IKDRC Junior Clerk Recruitment 2023

IKDRC Junior Clerk Recruitment 2023
IKDRC Junior Clerk Recruitment 2023
Rate this post

উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ – IKDRC Junior Clerk Recruitment 2023: কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে Junior Clerk, Laboratory Assistant সহ আরো বিভিন্ন পদে নিয়োগ করা হবে। এখানে আবেদনকারী প্রার্থীরা উচ্চমাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। আগ্ৰহী ও যোগ্য প্রার্থী এখানে আগামী ১৬ মে ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে আবেদন করা জন্য প্রয়োজনীয়, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে নিচে বিস্তারিত তথ্য প্রদান করা হয়েছে।

উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ – IKDRC Junior Clerk Recruitment 2023

নিয়োগ সংস্থাInstitute of Kidney Diseases and Research Center
পদের নামবিভিন্ন
মোট শূন্যপদ১৮৭ টি
বেতন (₹)১৯,৯০০/-
চাকরির ধরনসরকারি চাকরি
আবেদন মোডঅনলাইন
স্থানসারা ভারত
ওয়েবসাইটikdrc-its.org

উচ্চমাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ – IKDRC Junior Clerk Recruitment 2023

পদের নাম (Post Name)

এখানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ এন্ড রিসার্চ সেন্টার পক্ষ থেকে যে সমস্ত পদে নিয়োগ করানো হবে সেগুলি নিচের তালিকায় বিস্তারিত উল্লেখ করা হয়েছে –

  • Junior Clerk
  • Laboratory Assistant
  • Assistant x – Ray Technician

মোট শূন্যপদ (Total Vacancy)

IKDRC Junior Clerk Vacancy 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে সব মিলিয়ে মোট ১৮৭ টি শূন্যপদ রয়েছে।

Junior Clerk৬৯ টি
Laboratory Assistant৯৩ টি
Assistant x – Ray Technician২৫ টি

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

এখানে Junior Clerk পদে আবেদন করা জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং কম্পিউটার টাইপিং এর অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদন যোগ্য। Laboratory Assistant পদে আবেদন করা জন্য প্রার্থীরা যেকোনো বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এবং মেডিকেল ল্যাবরেটারি টেকনিশিয়ান ডিগ্ৰী করে থাকতে হবে। Assistant X – Ray পদে আবেদন করা জন্য প্রার্থীরা যেকোনো বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে এক্সরে ট্রেনিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে, তাহলে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

বয়সসীমা (Age Limit)

IKDRC Junior Clerk Recruitment 2023 এর অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা সবোর্চ্চ ৩৩ বছর বয়সে মধ্যে হতে হবে।

বেতন (Salary)

এখানে আবেদন করা জন্য প্রার্থীদের প্রতিমাসে বেতন দেওয়া হবে সেগুলি নিচের ছকে বিস্তারিত উল্লেখ করা হয়েছে –

পদের নামবেতন (₹)
Junior Clerk১৯,৯০০/-
Laboratory Assistant১৯,৯০০/-
Assistant X – Ray Technician১৯,৯০০/-

আবেদন পদ্ধতি (Apply Process)

আগ্ৰহী ও যোগ্য প্রার্থীরা এখানে অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রর্থীরা প্রথমে www.ikdrc-its.org অফিশিয়াল ওয়েবসাইট যেত হবে অথবা, নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যে পদের জন্য আবেদন করতে চান তার পাশের Apply তে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে, এখন পেজের নিচের বটনে ক্লিক করে রেজিষ্টার করে অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে।

আবেদন মূল্য (Application Fee)

এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য জমা করার প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ (Application Last Date)

IKDRC Junior Clerk Recruitment 2023 তে আবেদনকারী প্রার্থীরা ১৬ মে ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন।

গুরুত্বপূর্ন তারিখ (Important Dates)

বিজ্ঞপ্তি প্রকাশিত১২.০৪.২০২৩
আবেদন শুরু১৪.০৪.২০২৩
আবেদন শেষ১৬.০৫.২০২৩

Important Links

অফিসিয়াল বিজ্ঞপ্তি: Download PDF

আবেদন লিঙ্ক: Apply Here

Leave a Reply