ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ – Diamond Harbour Women University Recruitment 2023

Diamond Harbour Women University Recruitment 2023
Diamond Harbour Women University Recruitment 2023

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ – Diamond Harbour Women University Recruitment 2023: রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার বিশ্ববিদ্যালয়ে একাধিক টিচিং এবং নন টিচিং পদে নিয়োগ করা হবে জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচিত করা হবে। আবেদন করতে হবে অফলাইন মোডে। বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ – Diamond Harbour Women University Recruitment 2023

1. গণিত (Mathematics) 

শূন্যপদ – এখানে 01 টি প্রফেসর পদে নিয়োগ হবে।

2) ইতিহাস (History) 

শূন্যপদ – এখানে 01 টি প্রফেসর পদে নিয়োগ হবে।

3) এডুকেশন (Education) 

শূন্যপদ – এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং সিস্টার নিবেদিতা চেয়ার প্রফেসর, এই তিনটি পদের প্রতিটিতে 01 টি করে শূন্যপদ রয়েছে।

4) বাংলা (Bengali)

শূন্যপদ – এখানে 01 টি অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ হবে।

5) ফিজিক্স (Physics) 

শূন্যপদ – এখানে 01 টি অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ হবে।

6) ভূগোল (Geography) 

শূন্যপদ – এখানে 01 টি অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ হবে।

7) দর্শন (Philosophy) 

শূন্যপদ – এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই তিনটি পদের প্রতিটিতে 01 টি করে শূন্যপদ রয়েছে।

8) জুওলজি (Zoology)

শূন্যপদ – এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এই দুটি পদের প্রতিটিতে 01 টি করে শূন্যপদ রয়েছে।

9) সংস্কৃত (Sanskrit)

শূন্যপদ – এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এই দুটি পদের প্রতিটিতে 01 টি করে শূন্যপদ রয়েছে।

10) কেমিস্ট্রি (Chemistry) 

শূন্যপদ – এখানে 01 টি অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ হবে।

11) (ওমেনস স্টাডিজ) Women’s Studies

শূন্যপদ – এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই তিনটি পদের প্রতিটিতে 01 টি করে শূন্যপদ রয়েছে।

12) বোটানি (Botany) 

শূন্যপদ – এখানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই তিনটি পদের প্রতিটিতে 01 টি করে শূন্যপদ রয়েছে।

13) University Central Library তে লাইব্রেরীয়ান পদে নিয়োগ হবে।

শূন্যপদ – এখানে 01 টি শূন্যপদ রয়েছে।

যোগ্যতা

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে। নীচের লিঙ্কে ক্লিক করে এই বিষয়ে বিস্তারিত জেনে নিন।

বয়সসীমা

কোনও বয়সসীমা বেঁধে দেওয়া হয়নি এখানে। যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে।

নিয়োগ পদ্ধতি

ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে। যোগ্য প্রার্থীদের ইমেলের মারফত ইন্টারভিউয়ের তারিখ এবং স্থান জানিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি

এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নীচের লিঙ্কটি ক্লিক করে অফিসিয়াল আবেদনপত্রটি (Application Form) ডাউনলোড করে প্রিন্ট করিয়ে ফিলাপ করতে হবে। সাথে সমস্ত প্রয়োজনীয় নথি এবং নিজের দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে পোস্টের মাধ্যমে পাঠাতে হবে নীচের ঠিকানায়। সাথে দিতে হবে আবেদন মূল্যের একটি ড্রাফট।

আবেদন করার ফর্ম

আবেদন মূল্য

প্রতিটি পোস্টের জন্য সংরক্ষিত এবং জেনারেল প্রার্থীদের জন্য আলাদা আলাদা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। নীচের নোটিশ থেকে বিশদে জেনে নিন।

আবেদন পাঠানোর ঠিকানা

Office of the Registrar, Diamond Harbour Women’s University,
Diamond Harbour Road, Sarisha, South 24 Parganas, West Bengal-743368, India.

আবেদনের সময়সীমা

29.04.2023 তারিখের মধ্যে প্রার্থীদের আবেদন পত্র উপরের ঠিকানায় পৌঁছে যেতে হবে।

Important Links

আবেদন করার ফর্ম: Download

অফিসিয়াল ওয়েবসাইট: Click Here

Leave a Reply