ADS বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: [email protected]

বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ ২০২৩ – Bandhan Bank Recruitment 2023

Bandhan Bank Recruitment 2023
Bandhan Bank Recruitment 2023
Rate this post

বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ ২০২৩ – Bandhan Bank Recruitment 2023: আপনি কি বন্ধন ব্যাংকের চাকরি (Bandhan Bank Jobs) করতে চান? আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ কী? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুসংবাদ। কোন রকম লিখিত পরিক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে Bandhan Bank কর্মী নিয়োগ করা হবে। তবে হ্যাঁ কি ভাবে আবেদন করবেন তা জানতে হলে পুরো প্রতিবেদনটি পরবেন।

রাজ্যের বিভিন্ন প্রান্তে অবস্থিত বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে এই নিয়োগ (Bandhan Bank Recruitment) করা হবে। উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা সম্পন্ন সকল চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল।

কোন কোন পদে বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ করা হবে?

নিয়োগকারী সংস্থা: Bandhan Bank

পদের নাম: Bandhan Bank Recruitment এর অধীনে ক্লার্ক, সুইপার, অফিসার, ফিল্ড অফিসার, রিলেসান ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, কাস্টমার সার্ভিস, KYC ভেরিফিকেসন, ডকুমেন্ট কালেকশান, ডেটা এন্ট্রি অপারেটর, অফিস বয় – গার্ল এই সকল পদে নিয়োগ চলছে। এছাড়াও যোগ্যতা অনুসারে আরও অনেক পদে নিয়োগ করা হবে।

বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ ২০২৩ – Bandhan Bank Recruitment 2023

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা

শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা থাকলেই উক্ত পদগুলির জন্য আবেদন করা যাবে। আপনি যদি উচ্ছ শিক্ষিতহন তাও আবেদন জানাতে পারেন। তবে ১৮ – ৩৫ বছর বয়সি সকল ছেলে মেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

মাসিক বেতন: উক্ত পদগুলিতে মাসে ২৫ হাজার টাকা থেকে শুরু করে যোগ্যতা ও পদ অনুসারে কম বা বেশি বেতন দেওয়া হবে।

Bandhan Bank Recruitment 2023 আবেদন পদ্ধতি

আবেদনকারীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন দেখুন-

  • ১) প্রথমে www.bandhanbank.com এই ওয়েবসাইটে যেতে হবে।
  • ২) সেখানে আপনাকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে।
  • ৩) এরপর New Apply অপশনে ক্লিক করতে হবে।
  • ৪) এরপর নিজের সকল তথ্য যেমন – নাম, বয়স, যোগ্যতা, জেন্ডার, আধার কার্ড ও প্যান কার্ড নম্বর, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস দিতে হবে।
  • ৫) নিজের এক কপি ছবি এবং সিগনেচার দিতে হবে।
  • ৬) এরপর নিজের বায়োডেটা আপলোড করে দিতে হবে।

আবেদনের ক্ষেত্রে যে নথিপত্র লাগবে

  • ১) নিজের সকল পড়াশুনার প্রমাণপত্র।
  • ২) বয়সের প্রমাণপত্র।
  • ৩) আধার কার্ড ও প্যান কার্ড।
  • ৪) ঠিকানার প্রমাণপত্র।
  • ৫) আগে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার প্রমাণপত্র।

আবেদনের শেষ তারিখ

এই আবেদনের জন্য কোন আবেদন মুল্য দিতে হবে না। আগামী ২০শে মে ২০২৩ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি

যে সকল আবেদন অনলাইন বা অফলাইনের মাধ্যমে করা হবে, সেখান থেকে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। সকল প্রার্থীদের ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হবে। অর্থাৎ আবেদনকারীদের কোন রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। ইন্টারভিউ নেওয়ার পর যে কোন বন্ধন ব্যাংকের ব্রাঞ্চে কর্মে নিয়োগ করা হবে।

Leave a Reply